শিল্পী আক্তার রংপুর জেলা প্রতিনিধি,
বিএনপি ও সমমনা দল গুলোর ডাকা তৃতীয় দফার অবরোধের সমর্থনে রংপুর বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিল থেকে গণসংহতি আন্দোলনের এক নেতাকে আটক করেছে পুলিশ। মোফাখখারুল ইসলাম মুন নামের আটক ওই নেতা গণসংহতি আন্দোলনের রংপুর জেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব। মঙ্গলবার (৭ নভেম্বর) সুন্দর নগরীর প্রেসক্লাব এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এর আগে অবরোধের সমর্থনে মিছিল বের করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভে নেতৃত্ব দেওয়া আমিন উদ্দিন বিএসসির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুইদিনব্যাপী গণতন্ত্র মঞ্চের সড়ক, নৌ ও রেলপথ অবরোধ কর্মসূচির সমর্থনে শান্তিপূর্ণ মিছিলে পুলিশি হামলা, লাঠিচার্জ এবং গণসংহতি আন্দোলনের এক নেতাকে আটক করা হয়েছে। মিছিলে পুলিশি হামলায় গণতন্ত্র মঞ্চের তিনজন আহত হয়েছেন বলেও সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। বিক্ষোভকারীদের ওপর হামলা ও লাঠিচার্জের বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং কর্মকর্তা উৎপল কুমার সাংবাদিকদের বলেন, বিক্ষোভকারীদের কোন অনুমতি ছিল না। তারা অবৈধ গণজমায়েত করেছিল। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ কারো উপর লাঠিচার্জ বা হামলা চালায়নি।