অবশিষ্ট
দেব রায়
তুমি চলে গেলে
আমার অবশিষ্ট বলে কিছু থাকবে না।সুর্য ডুবির পরে অ বশিষ্ট তারাগুলো মিটমিট করে, আকাশের কোলে ।ফল্গু শুকিয়ে গেলে বালির নিচে রয়ে যায় স্বচ্ছ জলের ধারা তুমি চলে গেলে দুচোখ বেয়ে নেমে আসে প্রগাঢ় অন্ধকার।বিদ্যুতের আলোতেও সে আঁধার মুছবেনা কোনদিন, তুমি চলে গেলে ব্যর্থতার ভীষণ রাহু গিলে ফেলবে আমার নরম শরীরকে অপূর্ণ জীবন নিঃস্ব কাঙ্গালের মত অপলোক চোখ দিয়ে শুধু আকাশ দেখবো । শূন্য আকাশ, শূন্য আমি ,শূন্য এক জীবন বোধ আমাকে বিকলাঙ্গ করে ফেলবে।