সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকারি সামাজিক নিরাপত্তামূলক ও আয় বর্ধনমূলক কাজে হতদরিদ্র পরিবারকে সহায়তাকল্পে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে। ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক দারিদ্র্য দূরীকরণের মডেলটি সত্যিই প্রশংসনীয়। এ রকম প্রকল্প বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আরো বেশি করে গ্রহণ করা প্রয়োজন। মানুষ এখন অধিকারের পাশাপাশি উন্নয়ন চায়। গতকাল যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ আয়োজিত ‘ইমপ্যাক্ট ইভালুয়েশন অব দ্য ইসলামিক রিলিফ মডেল ফর এলিমিনেশন অব এক্সট্রিম পোভার্টি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর লেকশোর হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তালহা জামালের সভাপতিত্বে সেমিনার বিশেষ অতিথি ছিলেন এনজিও এফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক মো: সাইদুর রহমান ও পরিচালক মোখলেছুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালমা আক্তার এবং ফিলিপাইন-ভিত্তিক স্বতন্ত্র মূল্যায়ন গবেষক দলের প্রধান ড. শ্যামল কৃমার সাহা, ক্রাজাই চৌধুরী ও রজব আলী । স্বাগত বক্তব্যে তালহা জামাল বলেন, প্রকল্পের আওতায় অর্থনৈতিক ও সামাজিকভাবে অগ্রগতি সাধন এক হাজার ৬০০ পরিবারের নারী সদস্যদের নিয়ে ৬৪টি স্বনির্ভর দল গঠন করা হয়, যা নিজেদের ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে । ইসলামিক রিলিফ তাদের আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের জন্য দক্ষতামূলক প্রশিক্ষণ দিয়ে প্রত্যেক পরিবারের মধ্যে এককালীন ১২ হাজার টাকা করে দিয়েছে অনুদান দিয়েছে, যা স্বনির্ভর দলগুলো নিজেদের দলের সমস্যা সমাধান এবং পরিবারের জীবিকার মানোন্নয়নে ব্যবহার করছে।৷ আরো উপস্থিত ছিলেন । রংপুর জেলা মিঠাপুকুর উপজেলার স্বনির্ভর মহিলাদের সমবায় সমিতির। সভাপতি মোসাম্মাৎ রেলি বেগম তিনি বক্তব্য রাখেন