দৈনিক নারী জাগ্রত নিউজ ডেস্কঃ
ভোজ্যতেলের বাজারজাতকরণে নিষিদ্ধ ড্রাম ব্যবহারের বিরুদ্ধে জনসচেতনতা তৈরীতে “কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ – ক্যাব” এর মানববন্ধন সিলেটে অনুষ্টিত ।ক্যাব এর সিনিয়র সহ সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্টিত হয় । এতে বক্তারা ভোজ্য তেলের বাজারজাতে অস্বাস্থ্যকর অনিরাপদ এবং ফুড গ্রেডবিহীন ড্রাম ব্যবহার নিষিদ্ধ করার জন্য মানববন্ধন এবং জনসচেতনতা তৈরী করেন । এতে বক্তারা নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আলোকপাত করেন ।
১. ড্রামগুলো ফুড গ্রেড অনুযায়ী সঠিক নয় এবং স্বাস্থের জন্য অনিরাপদ । ২. ড্রামগুলো থেকে কেমিক্যালের অবশিষ্টাংশ দূর করা যায়না । ৩. এই ড্রামগুলোতে সাধারণত রাসায়নিক দ্রব্য বাজারজাত করা হয় । ৪. ড্রামে থাকা ভোজ্য তেলের মান ধীরে ধীরে খারাপ হতে থাকে । ৫. এতে আইনের দ্বারা নির্ধারিত লেবেলিং করা থাকেনা । ৬. ড্রামে রাখা ভোজ্য তেল কোথা হতে উৎপাদিত তা দেখা কিংবা বোঝা যায়না ।৭. স্পষ্ট ও দৃশ্যমান সমৃদ্ধকরণ প্রতীক ব্যবহার করা হয়না । বিএসটিআই এই খাদ্যমান প্রতীক ব্যবহার করা হয়না । ৮. আইন মোতাবেক ভিটামিন ‘এ’ দ্বারা সমৃদ্ধ এই বিবৃতি থাকেনা । ভোক্তা হিসেবে আপনি সহজেই প্রতারিত হতে পারেন।। এবং পাশাপাশি অনিরাপদ ভোজ্য তেলে গ্রাহকের সুস্বাস্থের জন্য হুমকিস্বরুপ এবং দেহে বিভিন্ন রোগব্যাধি সৃষ্টি করার অন্যতম কারণ । ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ – ক্যাবের যৌথ উদ্যোগে এই মানবন্ধন আয়োজিত হয় । মানবন্ধনে আর ও উপস্থিত ছিলেন ক্যবের কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর অন্যান্য সদস্যরা ১/ মোঃ পারভেজ আহমেদ সচিব ২/ বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ সহ-সভাপতি ক্যাব সিলেট ৩/এডভোকেট শফিকুর রহমান উপদেষ্টা ক্যাব সিলেট জেলা ৪/ মোঃ জাকিরুল ইসলাম সিলেট বিভাগীয় কমিটি ৫/ মোঃ শাজাহান সিরাজ প্রতিনিধি সুনামগঞ্জ জেলা কমিটি ৬/ মোঃ এনামুল করিম চৌধুরী সিলেট জেলা কমিটি ৮/মোঃ আতেফ চৌধুরী সিলেট জেলা কমিটি, এছাড়া আরো উপস্থিত ছিলেন দৈনিক নারী জাগ্রত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রোটারীয়ান গোলাম রব্বানী সহ প্রমুখ । পরবর্তীতে মানববন্ধন শেষে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।