কবিতা : অদেখার অসুখ
এইযে এতগুলো দিন গত হয়ে গেল
আমি আপনাকে দেখি না
আপনি দেখেন না আমায়
আমার কিন্তু খুব পোড়ে, পুড়ে যায়।
রাত শেষে ভোর এলে
আমার ইচ্ছ করে সকালের সাথে সাথে
আপনাকেও দেখতে, প্রিয় নাম ধরে ডাকতে।
সন্ধ্যা হলেই মনে হয়
নীড়ে ফেরা পাখির মতোন
আপনিও ফিরে আসুন।
অদেখার অসুখে ভুগতে থাকা
আমার আমিটাকে সারিয়ে তুলুন।
আপনার ওখানে কি
রাত শেষে সকাল আসে না?
আঁধার কেটে গিয়ে ভোর হাসে না?
সকালের সাথে সাথে আপনারও কি
আমাকে দেখতে ইচ্ছে করে না?
সন্ধ্যা পাখির নীড়ে ফেরা দেখে
আপনারও কি ইচ্ছে করে না
আমার কাছে ফিরে আসতে?
কবিতা : অদেখার অসুখ
লেখিকা: নির্জনা