কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০০ বোতল ফেনসিডিল ও ৪ বোতল হুইসকি সহ ০১ জন আসামী গ্রেফতার
শিল্পী আক্তার, রংপুর জেলা প্রতিনিধি
পুলিশ সুপার লালমনিরহাট এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইমতিয়াজ কবির ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মাসুদ রানা’র নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের অভিযান টিম কর্তৃক থানা এলাকার ৬নং গোড়ল ইউনিয়নের ঘোঙ্গাগাছ মৌজাস্থ পলাতক আসামী পবিএ কুমার রায়(৩৬)এর বসতবাড়ীর উত্তর ভিটার দক্ষিণ দুয়ারী চৌচালা টিনের শয়ন ঘরের ভিতর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পলাতক আসামী পবিত্র কুমারের স্ত্রী স্বরসতি রাণী (৩৩),স্বামী- পবিত্র কুমার রায়,সাং- ঘোঙ্গাগাছ,থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট কে নারী পুলিশের সহায়তায় আটক করেন তার দেখানো মতে উক্ত ঘরের ভিতর বাশের তৈরী ডুলির ভিতর হইতে ৪০০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল এবং ডুলির পাশে সবুজ রংয়ের প্লাস্টিকের চাউলের ড্রামের ভিতর হতে ৪টি ভারতীয় তৈরি হুসকি উপস্থিত সাক্ষীদের সম্মুখে পাইয়া জব্দ তালিকা মূলে জব্দ করেন। ঘটনার সাথে জড়িত ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ আইনে নিয়মিত মামলা রুজু করেন এবং বিধি মোতাবেক ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করে।