মোঃ মুনছুর হেলাল, নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জ
ঝিনাইদহ কালীগঞ্জে লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এ ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান হোমিওপ্যাথিক ডাঃ বিশ্বাস রাজীব কিশোর এর নেতৃত্বে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় ।এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ডাঃ প্রফুল্ল কুমার মজুমদার, স্বাদেচিপ ঝিনাইদহ জেলার সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ডাঃ মোঃ রবিউল ইসলাম (জুয়েল), ভেটেরিনারি বিভাগের শিক্ষক ডাঃ অনন্য রায় অন্তু, পরিচালনা কমিটির সদস্য জামাল আহমেদ মিলন,পরিচালক (উন্নয়ন) মোঃ মাসুম বিল্লাহ, রিন্টু দাস, উইলিয়াম মন্ডল ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ । পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ মিনার চত্বরে এক মিনিট নিরবতা পালন করেন তারা। এরপর লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক (উন্নয়ন) মোঃ মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান হোমিওপ্যাথিক ডাঃ বিশ্বাস রাজীব কিশোর । তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজ এমন একটি দিন ১৯৫২ সালে এই দিনটি না আসলে আমরা কখনোই মায়ের ভাষায় কথা বলতে পারতাম না। পেতাম না একুশের চেতনার হাত ধরে লাল সবুজ পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ । তিনি একুশভিত্তিক বিষয় নিয়ে আলোচনা করেন ।