Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
কিশোর গঞ্জ-৩ আসনে কবুতর প্রতীকের ব্যাপক গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত কিশোর গঞ্জ-৩ আসনে কবুতর প্রতীকের ব্যাপক গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

কিশোর গঞ্জ-৩ আসনে কবুতর প্রতীকের ব্যাপক গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত

নারী জাগ্রত ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

কিশোর গঞ্জ-৩ আসনে কবুতর প্রতীকের ব্যাপক গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ-আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬৪, কিশোরগঞ্জ -৩ (করিমগঞ্জ -তাড়াইল) আসনের নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন গণতন্ত্রী পার্টি মনোনীত কবুতর প্রতীকের প্রার্থী সাংবাদিক দিলোয়ার হোসাইন নানক ভূঁইয়া।তিনি শুক্রবার, ২৯ ডিসেম্বর দুপুরে করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের উরদিঘী (মরিচখালী) বাজারে গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেন এবং সেই সাথে এলাকার সর্বস্তরের জনগণ ও দোকানিদের মাঝে কবুতর প্রতীকের পোস্টার বিতরণ ও কুশল বিনিময় করেন। পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা :শহীদুল্লাহ সিকদার। করিমগঞ্জ উপজেলা গণতন্ত্রী পার্টির সভাপতি সাংবাদিক আবুল মনসুর লনু সভাপতিত্ব করেন, পথ সভায় উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, সম্পাদক মন্ডলীর সদস্য হরি প্রসাদ মিত্র, মিরাজুল ইসলাম জামান, এম এ গণি,আব্দুল আলীম,সাংবাদিক মো:ফেরদৌসসহ উপজেলা ও ইউনিয়ন গণতন্ত্রী পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা:শহীদুল্লাহ্ সিকদার বলেন,বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের বিমিময়ে এই দেশ স্বাধীন করেছে।এক সাগর রক্তের বিনিময়ে যে দেশটি আমরা সবাই মিলে স্বাধীন করলাম গণতন্ত্রের জন্য। মানবাধিকারের জন্য। ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য।সুষ্ঠু -গ্রহণ যোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন।দেশকে অস্তিতিশীল করার হীন উদ্দেশ্যে নির্বাচন বানচালের জন্য বিএনপি -জামায়াত ২০১৩,১৪,১৫ সালে যেভাবে অগ্নি সন্ত্রাস করেছিল, এখনো একই কায়দায় সেটি করছে, এটি দিবালোকের মতো স্পষ্ট।কবুতর প্রতীকের প্রার্থী সাংবাদিক দিলোয়ার হোসাইন নানক ভূঁইয়া বলেন, জনগণ যাকে ভোট দিবেন তিনিই নির্বাচিত হবেন। ৭ জানুয়ারি নির্বাচনে এবং সে নির্বাচনে জনগণ অবাধে ভোট দেবেন।ভোটের মালিক জনগণ।এটা তাদের সাংবিধানিক অধিকার। কিশোরগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ৪ জন রয়েছে। দলের প্রার্থী ৪ জন রয়েছে। মোট প্রার্থী ৮ জন রয়েছে।জনগণ যাকে ভোট দেবেন তিনি নির্বাচিত হবেন।এ দেশের পরের মার্কায় ভোট দেবে গুনধর ইউনিয়নে এত দালাল নেই।সারের দাম কমানোর জন্য এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী,পেঁয়াজের দাম কমানোর জন্য করিমগঞ্জ-তাড়াইলের মানুষ এই কবুতর মার্কা তৈরি করেছে।এই কবুতর মার্কা শুধু আমার না এই দক্ষিণ অঞ্চলের সবার মার্কা।নিজেদের মার্কা রেখে পরের মার্কায় ভোট দেবে গুনধর ইউনিয়ন এত দালাল নাই। দুই চারজন ছাড়া।সেই জন্য বলছি,সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের মার্কায় নিজেরা ভোট দিয়ে আসবেন।গণতন্ত্রী পার্টি ভোটের মাঠে না গিয়ে ঘরে বসে থাকলে ভোট কেন্দ্রে এত মানুষ দেখা যাবে না।বিএনপি বলছে ভোটে মানুষের আগ্রহ নেই। তাই কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোট হতে হবে। না হলে সারা পৃথিবীর কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ দেখাতে পারবে না।অনুষ্ঠান সঞ্চালনা করেন কিশোরগঞ্জ -২ আসনের গণতন্ত্রী পার্টি মনোনীত প্রার্থী সাংবাদিক মো:আশরাফ আলী।কিশোরগঞ্জ -৩ আসনে মোট ৮ জন প্রার্থী মাঠে রয়েছেন।প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মো:মুজিবুল হক(লাঙ্গল)গণতন্ত্রী পার্টির দিলোয়ার হোসাইন ভূঁইয়া(কবুতর)ইসলামী ঐক্যজোটের ওমর ফারুক(মিনার),ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ আমিনুল ইসলাম(আম),স্বতন্ত্র মো:গোলাম কবির ভূঞা(কেটলি), স্বতন্ত্র মোহাম্মদ মাহফুজুল হক(ঈগল),স্বতন্ত্র মো:নাসিমুল হক(কাঁচি),স্বতন্ত্র মো:রবেল মিয়া(ট্রাক)।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর