শিল্পী আক্তার,জেলা প্রতিনিধি রংপুর
কুড়িগ্রাম জেলা সহ রংপুর বিভাগজুড়ে উত্তরের হিমশীতল বাতাস বইছে তুলনামূলক বেশি গতিতে। জেঁকে বসেছে শীত গত ৭ দিন থেকে জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সন্ধ্যার নামার সাথে সাথে শীতের অনুভূতি হচ্ছে প্রকট থেকে প্রকটর। অর্থাৎ হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে পুরো কুড়িগ্রাম জেলাজুড়ে।হাড়কাঁপানো এই শীতের অনুভূতি অব্যাহত থাকবে আরও কয়েকদিন। দিনের বেলা কুয়াশা কেটে গিয়ে কিছু কিছু এলাকায় রোদের দেখায় স্বস্তি মিললেও সন্ধ্যার নামার সাথে সাথে তীব্র শীতের অনুভূতি শুরু প্রকাশ পায়।রাত ০৯:৩০ মিনিটের স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে কুড়িগ্রাম জেলাসহ রংপুর বিভাগের আকাশ কুয়াশামুক্ত তবে মধ্যরাত থেকে ভোরের মধ্যে মাঝারি থেকে ঘন ঘনত্বের কুয়াশা বিস্তৃত হতে শুরু করবে। সন্ধ্যা ০৬ টায় জেলায় ১৭.৫ ডিগ্রি এবং রাত ০৯ টায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মাত্র ০৩ ঘন্টায় তাপমাত্রা কমে গেছে ০৫ ডিগ্রি সেলসিয়াস।এছাড়াও এ মাসের শেষের ২ দিন থেকে ফেব্রুয়ারির প্রথম দিকে জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়া অধিদপ্তর।