জানালা-দরজা বানানোর ঘটনাকে কেন্দ্র আপন চাচাতো ভাইদের মধ্যে বাক-বিতণ্ডা ও মারামারিতে মনির (৪৭) নামে একজন নিহত হয়েছেন।
সোমবার (৪ ডিসেম্বর ২০২৩) কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউপির গ্রাম হালসায় রাত ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মনির মিস্ত্রি ওই গ্রামের মৃত রহিম মিস্ত্রির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাজের পরে ঘরের জানালা দরজা বানানোর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহতের চাচাতো ভাই মৃত আমোদ আলীর ছেলে আমিরুল, নজু, মিনা, নাজমুল, কালাচান মনিরকে পিটিয়ে চরম আহত করে। পরে মারাত্মক আহত অবস্থায় মনিরকে স্থানীয় হালসা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে মনিরের বড় ভাই গনি জানায়, গলা টিপে শ্বাস রোদ্ধ করে তার ভাইকে নির্মিমভাবে হত্যা করেছে প্রতি পক্ষরা।
এ ব্যাপারে মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘জানালা দরজার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আসামিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।