কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশহিসেবে সিরাজগঞ্জ জেলা
বি এন পির লিফলেট বিতরণ করেন ২২ শে ডিসেম্বর শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির
সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহরের সমাজকল্যাণ মোড়,রহমতগঞ্জ,ভাঙ্গাাবাড়ী,কাঠেরপুল এলাকায় লিফলেট বিতরণ করেন। শুক্রবার(২২ ডিসেম্বর) বিকেলে তিনি লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন এবং জনগণকে ভোট কেন্দ্রে না গিয়ে ভোট বর্জনের আহ্বান জানান। এসময় জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ,ধর্ম বিষয়ক সম্পাদক জাকারিয়া হোসেন টুটুল,জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি,সাবেক ভিপি সালা উদ্দিন আলাল,জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মনিরুজ্জামান ও যুগ্ন-আহ্বায়ক আলহাসসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে শহরের ধানবান্ধি এলাকায় জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্নসাধারণ সম্পাদক ভিপি শামীম খান,রাশেদুল হাসান রঞ্জন,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান ও আলমগীর আলমের দিকনির্দেশনায় শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম কারেন ও ওয়ার্ড বিএনপি নেতা শফিকুল ইসলামসহ ওই অঞ্চলের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। অপরদিকে জেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার তৌহিদুর রহমান ও যুগ্নআহ্বায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা উচ্ছ্বসিত হয়ে লিফলেট বিতরণ করেন। এছাড়াও জেলার রায়গঞ্জ ও উল্লাপাড়াসহ বিভিন্ন উপজেলায় লিফলেট বিতরণ করেছেন বিএনপি নেতাকর্মীরা।