গণতন্ত্রী পার্টির ৩৩ টি মনোনয়ন ফরম বিক্রয়
বিশেষ প্রতিনিধি:
গত দুই দিনে ১৪ দলের অন্যতম শরিক গণতন্ত্রী পার্টির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণেচ্ছুক সারাদেশের ৩৩ জন নেতৃবৃন্দ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
২১ নভেম্বর২০২৩ খ্রি. তারিখ মঙ্গলবার গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কার্যালয় ৭৯, কাকরাইল (মায়াকানন), ঢাকা থেকে পার্টির মনোনয়ন ফরম ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিক্রয় হয়।
দপ্তর সম্পাদক হরি প্রসাদ মিত্র জানান এ পর্যন্ত মোট ৩৩ টি মনোনয়ন ফরম বিক্রয় হয়েছে। যারা ফরম সংগ্রহ করছেন তারা অনেকেই ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকে প্রার্থী হওয়ার আকাঙ্খা ব্যক্ত করলেও যদি জোটের প্রার্থী হতে না পারেন তবে গণতন্ত্রী পার্টির নির্বাচনী প্রতীক ” কবুতর ” মার্কায় নির্বাচন করবেন বলে জানিয়েছেন। পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন সহ অন্যান্য নেতা কর্মীদের উপস্থিতিতে এ মনোনয়ন ফরম বিক্রয় কার্যক্রম চলে।
সোমবার দলের বিভিন্ন স্তরের ২২ জন ও মঙ্গলবার দলের ১১ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।