Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
গণ আজাদী লীগের মহাসচিব আলহাজ্ব মোঃ আকবর হোসেনের ৪৯ তম জন্মদিন আজ গণ আজাদী লীগের মহাসচিব আলহাজ্ব মোঃ আকবর হোসেনের ৪৯ তম জন্মদিন আজ – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

গণ আজাদী লীগের মহাসচিব আলহাজ্ব মোঃ আকবর হোসেনের ৪৯ তম জন্মদিন আজ

আহমেদ হোসাইন ছানু, বিশেষ প্রতিনিধি 
  • আপডেট সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

গণ আজাদী লীগের মহাসচিব আলহাজ্ব মোঃ আকবর হোসেনের ৪৯ তম জন্মদিন আজ। 

আহমেদ হোসাইন ছানু, বিশেষ প্রতিনিধি 

মহান জাতীয় নেতা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ গণ আজাদী লীগের সুযোগ্য মহাসচিব, বরেণ্য সমাজ সেবক ও মানবাধিকার ব্যক্তিত্ব কিশোর গঞ্জ জেলার মিঠা মইন এর আলোকিত মানুষ আলহাজ্ব মোঃ আকবর হোসেনের ৪৯ তম শুভ জন্মদিন আজ ১১ ডিসেম্বর ২০২৩। তিনি বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির সম্মানিত উপদেষ্টা, প্রসেস চিকেন অনার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের সহসভাপতি, জনতার টেলিভিশনের ডিরেক্টর, জাতীয় জয়িতা ফাউন্ডেশন এর উপদেষ্টা। তিনি সমাজসেবা ও মানব কল্যাণমূলক কাজের জন্য জাতীয় ও আন্তর্জাতিক ভাবে একাধিক পুরস্কার পেয়েছেন। বিশেষ করে ভারতের মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড অন্যতম ।
তিনি মিঠামইনের বিশিষ্ট সমাজসেবক জনাব জুলহাস উদ্দিন আহমেদ ও মিসেস জাহেদা বেগমের জ্যেষ্ঠ পুত্র।
তার সুখের দাম্পত্য জীবনের সঙ্গী রত্নগর্ভা তাহমিনা চৌধুরী । তারা তিন পুত্র ও তিন কন্যা সন্তান নিয়ে একটি আলোকিত পরিবার গঠন করেছেন। তার প্রথম সন্তান ইঞ্জিনিয়ার আহসান সাদী তানিম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও তার স্ত্রী ডাক্তার নিশাত ফাতেমা সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসক। তার দ্বিতীয় সন্তান ইঞ্জিনিয়ার সাদী মোসাদ্দেক বিল্লাহ তাহমিদ ও আর সহধর্মীনি মিসেস মৌসুমী আক্তার শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, কনিষ্ঠ সন্তান আলিফ আবদুল্লাহ পবিত্র কোরআন হেফজ করছেন, তার প্রথম কন্যা আয়েশা তাসনিম আরিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তার স্বামী ইঞ্জিনিয়ার ইকরাম চৌধুরী ইমন। দ্বিতীয় কন্যা সাদিয়া তাসলিম রাখি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্সে অধ্যায়নরত তার স্বামী স্পেন প্রবাসী ইকরাম হোসেন বাবু ও কনিষ্ট কন্যা সাবিহা তাসনিম নীতি এইচএসসি উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় আছেন। বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক মানবাধিকার ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ আকবর হোসেন তিন ভাই তিন বোনকে নিয়ে এখনো পরম আদরে আগলে রেখে সুখে দুঃখে একসাথে পথ চলেন।
তিনি শুধু সমাজ গঠন নয়, তার পরিবারকেও গঠন করেছেন সুচারুভাবে। তিনি তার সন্তানদেরকে মানুষ হিসাবে তৈরি করতে সফল হয়েছেন। জাতীয় নেতা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীসের রাজনৈতিক আদর্শকে পাথেয় করে একটি উদার গণতান্ত্রিক সুশাসনের বাংলাদেশ গঠনে তিনি সারা দেশে কাজ করে যাচ্ছেন।
তার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ গণ আজাদী লীগের নির্বাহী সভাপতি সৈয়দ এস এম রাশিদুল আলম ও সভাপতিমুহাম্মদ আতা উল্লাহ খান এক বাণীতে জননেতা আলহাজ্ব মোঃ আকবর হোসেন এর ৪৯ তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে সু-স্বাস্থ্য সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। আজ জন্মদিনের প্রাক্কালে গত সপ্তাহে তিনি দাদা হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। নবজাতক আকবর দ্যা গ্রেট জুনিয়র আকবরের নাম রাখা হয়েছে তাকরিম ইহান আজান। আজ মানব হৈতোষী আলহাজ্ব মোঃ আকবর হোসেন এর জন্মদিন উপলক্ষে ঢাকার বনশ্রীতে একটি চাইনিজ রেস্তোরাঁ ও পারিবারিকভাবে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর