গাংনীর গাড়াবাড়ীয়াতে রোগে আক্রান্ত গরু জব্দ; জরিমানা আদায়
মেহেরপুর প্রতিনিধিঃ
গাংনীর গাড়াবাড়ীয়াতে এনথ্রাক্স রোগে আক্রান্ত জবাই কৃত গরু জব্দ করা হয়েছে।
সোমবার সকাল ৯ টার সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেনারি সার্জন ডাঃ মোঃ আরিফুল ইসলাম ধলা পুলিশ ক্যাম্পের এ এস আই অমল চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে জবাই কৃত গরু জব্দ করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন গাড়াবাড়ীয়া গ্রামের মৃত জসিম শেখের ছেলে আবুল হাশেম ও তার জামাই একই গ্রামের মাদ্রাসা পাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে গোলাম মোস্তফা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা আজ সোমবার দুপুর ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাড়াবাড়ীয়া গ্রামের আবুল হাশেম নামের এক ব্যক্তি তার পোষা গরুটি অসুস্থ হলে জামাই গোলাম মোস্তফার সহযোগিতায় গরুটি জবাই করে স্থানীয় বাজারে মাংস বিক্রি শুরু করেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা গাংনী উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানায়।