নিজস্ব প্রতিবেদক,কাশিমপুর গাজীপুর
গাজীপুরের কাশিমপুরে বানু বেগম (৪১) নামের এক নারীর ধর্ষণের অভিযোগের মামলায় সমঝোতার অভিযোগ উঠেছে । ভুক্তভোগী বানু বেগম অভিযোগ করেন,গত (২৩ আগস্ট) রাতে তার স্বামী ওয়াং চাও ইয়ং ( ইসলাম গ্রহণের পর নাম আব্দুর রহমান ) এবং তার দুই চাইনিজ বন্ধু ইয়াং জিং ও ওয়াং জাও ফিং তাকে ধর্ষণ করে । ধর্ষণের ঘটনার পর,বানু বেগম কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করেন । মামলার পরিপ্রেক্ষিতে থানা পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে । তবে গতকাল (৩ সেপ্টেম্বর) রাতে স্থানীয় এক আইনজীবীর অফিসে গোপন সমঝোতার মাধ্যমে মামলাটি মীমাংসা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে । ভুক্তভোগী পক্ষের দাবী,তিন লক্ষ টাকায় এই সমঝোতা সম্পন্ন হয়েছে । তবে,এই সমঝোতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে । তারা এই সমঝোতাকে অবিচার হিসেবে উল্লেখ করেন,অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে । স্থানীয়দের অভিযোগ,এ ধরনের সমঝোতা সমাজে অপরাধীদের উৎসাহিত করে এবং বিচার প্রক্রিয়ার প্রতি আস্থা হ্রাস করে। স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে এলাকাবাসী এবং আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন তারা।