স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
চট্টগ্রাম সাতকানিয়ায় আপন ভাইয়ের টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠেছে অপর ভাইয়ের বিরুদ্ধে ২৫ /০৪/২০২৪ ইংরেজি রোজ বৃহস্পতিবার দুপরে এওচিয়ার পশ্চিম গাঁঠিয়া ডেংগা এলাকার ৮ নাম্বার ওয়ার্ডের পেশকার বাড়িতে সরেজমিনে গেলে এমন তথ্য গণমাধ্যমকে জানান মৃত্যু আবদুল কাশেমর ছেলে মোহাম্মদ ছিদ্দিক ৪৫ ঘটনায় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আইনী প্রতিকার চেয়ে একটি অভিযোগ দিয়েছেন, এতে অভিযুক্তরা হলেন ভুক্তভোগী ছিদ্দিক এর আপন ছোট ভাই দেলোয়ার হোসেন ৩৩ তার আরেক ভাই দিদার হোসেন ২০ এবং পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের রামপুর এলাকার মৃত্যু ইসলাম মাঝির ছেলে আব্দুস ছালাম, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দায়ের করা অভিযোগে জানা যায়, দেলোয়ার হোসেন দিদার হোসেন মিলে এবং রামপুরের আব্দুস ছালামের পরামর্শে ৩০শে নভেম্বর ২০২৩ সালে ছিদ্দিক তার স্ত্রী কে নিয়ে ডাক্তারের কাছে গেলে খামারের গরু বিক্রির টাকা আলমারীতে রেখে যায়, তখন তখন তার ভাই ও ভাইয়ের স্ত্রী মিলে রামপুরের ছালাম কে বশে নিয়ে ভুক্তভোগী ছিদ্দিকের পূর্বের স্ত্রীর আপন মামা হওয়ার সুবাদে ছিদ্দিকের ছেলে ওমর ফারুককে টাকা সহ লুকিয়ে রাখে, এমনকি এখন ও পর্যন্ত ছিদ্দিক তার টাকা ও ছেলের কোন সন্ধান পাননি এখনো, এমন কি এই ঘটনা যখন সমাজের মাতব্বরি যারা করে তাদের কে জানানো হয়েছে স্থানীয় মেম্বার কে জানানো হয়েছে এবং রামপুরের আব্দুস ছালামের এলাকার কমিশনার কে ও জানানো হয়েছে সর্ব শেষ তারা আমাকে আইন গত ভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলছে এদিকে ভুক্তভোগী ছিদ্দিক বলেন আমার দূর সম্পর্কের আত্মীয় আব্দুস ছালামকে আমি আমার সন্তান ও টাকার বিষয়ে সন্দেহ পোষন করে চাপ দিলে তিনি বলেন টাকা ফেরত দিতে পারবেনা তবে ৩০০ টাকার স্ট্যাম্পের বদৌলতে আমার ছেলেকে আমার কাছে ফেরত দিবে তবে টাকার কথা বললেই আমাকে আমার অপর ভাইদের সাথে নিয়ে মিলে মেরে ফেলবে আমাকে এবং আমাকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি দিচ্ছে
তিনি আরও বলেন আমি ২০১০ সালে রামপুরের এই আব্দুস ছালামের আপন ভাগিনী কে বিয়ে করে ছিলাম তখন সে জালিয়াতির আশ্রয় নিয়ে সম্পত্তির লোভে আমার আমার স্ত্রীর পিতা পরিচয় দিয়ে অসুস্থ তার ভাগিনি কে আমাকে বিয়ে দিয়ে ছিল কাবিনও করেছিল তা আমি বুঝতে পারিনি, কারন আমি সহজ সরল একজন প্রবাসী ছিলাম ভাগ্য খারাপ আমার সেই স্ত্রী মারা গেলে তার রেখে যাওয়া ২৭ দিনের বাচ্চা কে আজকে আলহামদুলিল্লাহ আমি মানুষ করেছি অথচ আমার ছেলেকে আমার আপন ভাই ও রামপুরের আব্দুস ছালাম গং নিয়ে যাচ্ছে অন্ধকার জগতের দিকে, এদিকে সাতকানিয়া থানা সূত্রে জানা যায় টাকা চুরির কথা বলে ঘটনার সময় ছিদ্দিক ৯৯৯ এর সহযোগিতা চেয়েছিল এবং পুলিশ ঘটনাস্থলে যায় ও থানার একটা লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছিল,