Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
জগন্নাথপুরে নেশা খেয়ে রাস্তায় মাতলামির অভিযোগে এক মাদকসেবী গ্রেফতার জগন্নাথপুরে নেশা খেয়ে রাস্তায় মাতলামির অভিযোগে এক মাদকসেবী গ্রেফতার – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

জগন্নাথপুরে নেশা খেয়ে রাস্তায় মাতলামির অভিযোগে এক মাদকসেবী গ্রেফতার

দৈনিক নারী জাগ্রত
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৭১ বার পঠিত

জগন্নাথপুরে নেশা খেয়ে রাস্তায় মাতলামির অভিযোগে এক মাদকসেবী গ্রেফতার।

বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে নেশা খেয়ে রাস্তায় মাতলামির অভিযোগে শাহ রমিজ আলী নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সে জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর (আছিম শাহ)গ্রামের ফিরোজ আলীর পুত্র। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ নভেম্বর) রাত অনুমান ১২.১৫ মিনিটের সময় প্রতিদিনের ন্যায় বটেরতল এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় ধৃত রমিজ আলী মাতলামি করে আসছিল।
খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের নির্দেশে থানার এস আই মুহাম্মদ শামছুল আরেফীনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নেশাগ্রস্ত অবস্থায় গ্রেফতার করে।
আজ বুধবার (২২ নভেম্বর) সকালে তাকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত যুবক রমিজ আলীর বিরুদ্ধে মাদক সেবন করে জনসাধারণকে উক্তত্য-বিরক্ত ও গোপনে মাদক বিক্রি সহ
বটেরতল এলাকায় শাহ সাউন্ড নামের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ফাঁকে নানান অপকর্ম করে আসছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
মামলা ১০৯ তারিখ ২২/১১/২০২৩ ইং।
তাকে ১৮৬১ সালের পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেফতার করা হয়েছে ।

এস আই শামছুল আরেফীন জানান, রমিজ আলীকে নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি করার অভিযোগে আটক করে থানায় নিয়ে আসা হয়।
তার বিরুদ্ধে নেশা জাতীয় দ্রব্য সেবন ও মাতলামির মাধ্যমে লোকজনকে রাস্তায় বিরক্ত করার অভিযোগ পাওয়া গেছে ।
ধৃত রমিজ আলীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ তাকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর