জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের ১৭তম মেধা বৃত্তি বিতরণ অনুষ্ঠিত।
বিশেষ প্রতিনিধি-
সুনামগঞ্জের জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের ১৭তম মেধা বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছেন। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার কন্ফারেন্স হলে আয়োজিত বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিট) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেছেন, সৈয়দপুর ফাজিল মাদরাসা শিক্ষা ক্ষেত্রে জগন্নাথপুর তথা সুনামগঞ্জের মধ্যে সেরা। এখান থেকে প্রতি বছর বহু শিক্ষার্থী বের হয়ে শিক্ষা তথা ইসলামি শিক্ষা বিস্তারে অন্যতম ভূমিকা পালন করছে।
সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষাবৃত্তি অনুষ্ঠান ট্রাস্টের সদস্য সচিব ও মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ ড. হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদের সভাপতিত্বে ও প্রভাষক নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কামড়াখাই-জয়নগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আমিরুল ইসলাম, সৈয়দপুর আইডিয়াল গার্লস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ ওবায়দুল হক, শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদ্রাসার সহ-সুপার মাওলানা লুৎফুর রহমান, হবিবপুর-কেশবপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ফয়েজ উদ্দিন, সমাজকর্মী মোঃ সাজ্জাদ মিয়া প্রমূখ।
উপজেলার ৩টি স্থরে যথাক্রমে স্কুল, আলীয়া মাদরাসা ও কওমী মাদ্রাসার ৮ম শ্রেণী সমমান মেধা বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারীদেরকে নগদ অর্থ, সনদ ও সম্মাননা ক্রেস্টসহ মোট ৪০ জনকে বৃত্তি প্রদান করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসা গভর্ণিং বডির সম্মানিত সদস্য ও সাবেক ইউপি সদস্য আলহাজ মোঃ আব্দুল কাইয়ুম, গভর্ণিং বডির সদস্য ও সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী শেখ সালেহ আহমদ ছোট মিয়া, গভর্ণিং বডির সদস্য মাওলানা সৈয়দ আশফাক হোসেন চৌধুরী, গভর্ণিং বডির সদস্য হাফিজ সৈয়দ ওযায়রুল হক, গভর্ণিং বডির সদস্য সৈয়দ শিব্বির আহমদ ছদরুল, বালিকান্দি আটপাড়া দাখিল মাদরাসার সুপার মাওলানা সুলায়মান হেকীম, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান, সহকারি অধ্যাপক এডিএম ফখর উদ্দিন, মোঃ আজমান আলী, মাওলানা আশিকুর রহমান, মাওলানা আবুল ফয়েজ, জয়দা আরাবিয়া দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা লোকমান আহমদ, মাওলানা কবির আহমদ, মোঃ জহিরুল ইসলাম, মাষ্টার মোঃ নুরুল হকসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর (ইশানকোনা) গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দ হুমায়ুন কবির ফুজেল কর্তৃক তাঁর মায়ের নামে ২০০৫ সালে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। জগন্নাথপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল, আলীয়া মাদ্রাসা, ও কওমী মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘ ১৭ বছরে প্রায় ৭শত টি মেধা বৃত্তি বিতরণ করে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন।