০৭ই মার্চ (বৃহস্পতিবার) জয়পুরহাট জেলার সদর থানাধীন খঞ্জনপুর এলাকায় আত্মগোপনে থাকাকালে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল রাব্বি কে গ্রেফতার করে । গোয়েন্দা তথ্যের ভিত্তিতে,র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল আজ ০৭ মার্চ ২০২৪ তারিখ ০৭.৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন খঞ্জনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার এজাহার ভুক্ত আসামী ১। মো রাব্বি (১৯), পিতা-ইউনুস আলী, সাং-জিতারপুর, থানা ও জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয় । মামলার বিবরণে জানা যায়, গত ২৯/০২/২০২৪ ইং ০২.৩০ ঘটিকায় অস্ত্র ও মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন সময় তসলিমকে গ্রেপ্তার করা সম্ভব হলেও রাব্বি কৌশলে পালিয়ে আত্মগোপনে চলে যায়। র্যাব-৫, সিপিসি-৩ এর চৌকস গোয়েন্দা দল রাব্বি কে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে । পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ০৭-৩-২০২৪ তারিখ জয়পুরহাট জেলার সদর থানাধীন খঞ্জনপুর এলাকায় আত্মগোপনে থাকাকালে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল রাব্বি কে গ্রেফতার করে । পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে ।