শুক্রবার (০১ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ) ডিবি যশোরের এসআই খান মাইদুল ইসলাম রাজিব, এসআই হরসিত কুমার দাস, এএসআই মোজাম্মেল হোসেনগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া একই তারিখ ২১:৫৫ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বড় বাজারস্থ সিটি প্লাজা আবাসিক হোটেলের ৪০৪ নং রুম হতে প্রতারক চক্রের সদস্য (১) আব্দুর রাজ্জাক (৫৮), পিতামৃত- আব্দুল আজিজ, সাং- কাঠুরিয়া, থানা- শার্শা, (২) রুহুল কুদ্দুস (৫৩), পিতামৃত- রজব আলী, সাং- নাভারন, থানা- ঝিকরগাছা, উভয়জেলা- যশোরদের গ্রেফতার করেন। তাদের নিকট হতে দুইটা ধাতব পদার্থের মূর্তি উদ্ধার
উদ্ধার করেন।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।