আজ ৭ জানুয়ারি ২০২৪-রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফসিল অনুযায়ী সকাল ৮থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে । খুলনা ৫- ডুমুরিয়া ফুলতলা আসনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে সকল প্রকার প্রস্তুতি গ্রহন করেছেন নির্বাচন সংশ্লিষ্ট কতৃপক্ষ। গতকাল শনিবার আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের উপস্থিততে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা চত্বরে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ভোট গ্রহনের জন্য ব্যালট বক্স,সীল কালিসহ প্রায় ২০ প্রকার সরমঞ্জাম সরবরাহ করেছেন। তবে ব্যালটপেপার ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হবে বলে সুত্রটি জানিয়েছেন। উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে পুলিশের ২১ টি মোবাইল টিম,৪ টি স্ট্যাইকিং পুলিশের টিম, ২টি আনসার বাহিনীর টিম,বিজিবি ৪ টি টিম,র্যাবের ২টি এবং সেনাবাহিনীর ২ টি নিয়োজিত রয়েছে। প্রতিটি কেন্দ্রে ২ জন পুলিশ ও ১২ আনসার সদস্য সার্বক্ষণিক ভাবে দায়িত্বে নিয়োজিত থাকবে।
আসন এলাকায় জুডিশিয়াল এবং নির্বাহী ১২ জন ম্যাজিট্রেট সার্বক্ষনিক ভাবে দায়িত্ব পালন করবেন। এদিকে ঝুকিপূর্ণ কেন্দ্র গুলোতে ৩ জন পুলিশ ও ১২ জন আনসার বাহিনীর সদস্যসহ প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ২শ’১৯ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯২ হাজার ৭৭০ জন,পুরুষ ভোটার ১লাখ ৯০ হাজার ৪৪৯ জন।
উপজেলা নির্বাচন অফিসার জনাব কল্লোল বিশ্বাস জানিয়েছেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে ১৩৫ টি কেন্দ্রে ৮৪৫ টি বুথ কক্ষে ভোট গ্রহন করা হবে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকে প্রার্থী জনাব নারায়ণ চন্দ্র চন্দ এমপি,ওয়াকার্স পাটি মনোনীত হাতুড়ি প্রতিক শেখ জনাব সেলিম আক্তার স্বপন,জাতীয় পার্টি মনোনীত জনাব মোঃ শাহীদ আলম লাঙ্গল প্রতিক, বাংলাদেশ কংগ্রেস মনোনীত জনাব এসএম এ জলিল একতারা প্রতিক ও ঈগল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী জনাব আলহাজ্ব শেখ আকরাম হোসেন নির্বাচনে প্রতিদ্বিন্ধীতা করছেন। তবে নির্বাচনে মূল প্রতিদ্বিন্ধীতায় রয়েছে নৌকা ও ঈগল প্রতিকের মধ্যে। তাদের মধ্যে হতে হাড্ডাহাড্ডি লড়াই। এমনটি অভিমত ব্যাক্ত করেছেন এলাকার সাধারন মানুষ। ডুমুরিয়া সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নুরুল আলম এবং ফুলতলা সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী তাসনীম জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান,ব্যালটপেপার ভোটের দিন সকালে প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেয়া হবে। অন্যান্য সকল সরঞ্জামাদী শনিবার সরবরাহ করা হয়েছে।
শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনের লক্ষে প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক ভাবে মাঠে পর্যায় দায়িত্ব পালন করছেন।