মোঃ আজিজুর রহমান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
চুনারুঘাট ডেউয়াতলী আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) দুপুর ২টায় ডেউয়াতলী আইডিয়াল স্কুল আঙিনায় অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন জাকারিয়া আহমেদ রাজু।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব আব্দুল কাদির লস্কর সাহেব । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহাদ থাই এলুমিনিয়ামের সাত্বাধীকারি জনাব আবুল আহাদ সর্দার সাহেব ।
মরহুম শেখ আঃ ওয়াহাব তালুকদার ও শেখ মরম চাঁন ওয়েল ফেয়ার ট্রাষ্ট এর পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও ক্রেষ্ট তুলেদেন প্রধান অতিথি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর সাহেব ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার দুলাল সাহেব। সাবেক মেম্বার শফিকুল ইসলাম, সাবেক মেম্বার তাউজ মিয়া,স্কুলের সভাপতি আবুল কালাম চৌধুরী এখলাছ সাহেব। ডেউয়াতুলী আউলিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান
শিক্ষক জনাব মিজানুর রহমান। অন্যান্য শিক্ষক /শিক্ষিকাগন, শাহরাজ আহমেদ,মিজবা উদ্দিন বিলাশ, সাইফুর রহমান, মীর ইকবাল,খেলু মিয়া, ইসমাইল খান ও অত্র এলাকার মুরুব্বিয়ান।
উক্ত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আঃ কাদির লস্কর সাহেব স্কুলের উন্নয়নের জন্য নগদ ৫০০০০ (পঞ্চশ হাজার) টাকা এবং জমি ভরাট এর জন্য উপজেলা উন্নয়ন খাত থেকে ৪০০০০০ ( চার লক্ষ) টাকা বরাদ্ধ দিবেন বলে জানান।
আহাদ থাই এলুমিনিয়াম এর পক্ষ থেকে আঃ আহাদ সর্দার সাহেব ৭ টি থাই জানালা দিবেন, এবং বাচ্চাদের মিষ্টি খাওয়ার জন্য নগদ ৪০০০ টাকা প্রদান করেন।
বর্তমান মেম্বার দুলাল মিয়া ১ টন টি. আর দিবেন। ছাত্রলীগ সাধারন সম্পাদক ১ টি ফ্যান দিবেন।