আবু জাফর দোলন, কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি
সিলেটস্ত কোম্পানীগঞ্জ সমিতি কতৃক ২০২৩ ইং সালের এসএসসি ও এইচএসসি তে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সমিতির আজীবন সদস্যদের সম্মাননা প্রদান করা হয় । সিলেট প্রেসক্লাবে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট -৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি জনাব ইমরান আহমদ এম পি ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব ইমরান আহমদ বলেন,আমি যেহেতু একটি মন্ত্রনায়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছি,তারই বাস্তবতার আলোকে বলতে চাই আগামী দিনে বেকাত্ব দুরিকরনে কারিগরি শিক্ষার বিকল্প নাই । তিনি আরও বলেন কেউ যদি টেকনিকাল স্কুল প্রতিষ্ঠা করতে চায় তার সাহায্যের জন্য আমার দুই হাত প্রসারিত থাকবে । সমিতির সভাপতি রফিকুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড.কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য আপ্তাব আলী কালা মিয়া,জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলী দুলাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড,মাহফুজুর রহমান,আইন বিষয়ক সম্পাদক এড,আজমল আলী। আইনজীবি এড,বদরুল আলম,সিলেট চেম্বার অব কমার্সের নব নির্বাচিত পরিচালক ও সমিতি কতৃক সংবর্ধিত নেতা মুজিবুর রহমান মিন্টু,এড,আব্দুল্লাহ আল হেলাল,শিক্ষক নেতা আবুল খায়ের,প্রভাষক মুর্শেদ আলম,কোম্পানীগঞ্জ সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মিজান,সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সহ আরও অনেকে।
সভায় প্রধান অতিথি সমিতি পরিচালনায় বহিরাগতদের নিকট থেকে অর্থ সংগ্রহের জন্য ক্ষোভ প্রকাশ করেন,বিশেষ করে কোম্পানীগঞ্জ এর বাহিরের ব্যক্তিবর্গের কথা ইংগিত করেছেন । সবশেষে ২০২৩ইং সালে এসএসসি ও এইচএসসি তে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি ছাত্র ছাত্রীদের সমিতির পক্ষ থেকে সার্টিফিকেট ও বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়।