দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, হযরত শাহ কামাল (রহঃ )লতিফিয়া দারুল কিরাত শাখার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন।
বিজয় সাহা,মৌলভীবাজার জেলা প্রতিনিধি
২৭ রমজান রবিবার দুপুর ২ ঘটিকায় দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট্ হযরত শাহ কামাল (রঃ ) লতিফিয়া দারুল ক্বিরাত শাখার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান, হযরত শাহ কামাল (রঃ )দরগাহ জামে মসজিদের হল রুমে অনুষ্ঠিত হয়।
শাখা কেন্দ্রের সহ-প্রধান ক্বারীঃ মাও মঈনউদ্দিন এহসান এর সভাপতিত্বে ও প্রধানক্বারী মাওলানা শামীম আহমদ, (সভাপতি ৩নং কামালপুর ইউপি আল ইসলাহ) পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ জোসেপ আলী চৌধুরী, শেখ মোঃ শাকিল আহমদ (নাজিম অএ শাখা), মোঃ দিলোয়ার হোসেন (সভাপতি হযরত শাহ কামাল (রঃ) লতিফা দারুল ক্বিরাত শাখা কমিটি), মাও মুহিবুর রহমান (ইমাম ও খতিব শাহ কামাল দরগা জামে মসজিদ), মোঃ শাহাবুদ্দিন আহমেদ (বিশিষ্ট মুরব্বি), মোঃ আজাদ মিয়া (সদস্য কামালপুর ইউপি), মোঃ নাজমুল হোসেন চৌধুরী (বিশিষ্ট মুরব্বি), মোঃশাহিন আহমেদ (সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ), মোঃ কামাল হোসেন চৌধুরী (সদস্য ম্যানেজিং কমিটি), এছাড়া আর উপস্থিত ছিলেন মাও আহাদ চৌধুরী, ক্বারী আয়াছুর রহমান, ক্বারী মোঃ আনছার মিয়া, ক্বারী খালেদ সাইফুল্লাহ, ক্বারী মামুনুর রশিদ সহ আরও অনেকে।