দেবীগঞ্জ পৌর এলাকায় হ্যাভেন্স ড্রিম স্কুল এন্ড কলেজ এর যাত্রা শুরু।
বিশেষ প্রতিনিধি।
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা এলাকায় আধুনিক ও দ্বীনি শিক্ষার একটি অনন্য প্রতিষ্ঠান এই প্রতিপাদ্যকে ধারন করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো হ্যাভেন্স ড্রিম স্কুল এন্ড কলেজ।রবিবার (১৭ ডিসেম্বর) বেলা ১২ টায় দেবীগঞ্জ পৌর সদরের কামাত পাড়ায় নিজস্ব ক্যাম্পাসে হ্যাভেন্স ড্রিম স্কুল এন্ড কলেজের উদ্বোধন করা হয়।হ্যাভেন্স ড্রিম স্কুল এন্ড কলেজের পরিচালক এ.বি সিদ্দীক মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্কুলের উদ্বোধন ঘোষণা করেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চিশতি।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম নুরুজ্জামান,জেলা পরিষদ সদস্য মোঃ আক্তার হোসেন নিউটন,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ মিঠু,দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন রাজু,মাওলানা মো: মুসলিম মাহমুদ(খতিব মডেল মসজিদ দেবীগঞ্জ) মাওলানা মো: দেলোয়ার হোসাইন(খতিব দেবীগঞ্জ কবরস্থান মসজিদ) পৌর কাউন্সিলর শফিকুল আলম লেবু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,গণমাধ্যম কর্মী এবং অভিভাবকবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে স্কুলের পরিচালক এ.বি সিদ্দিক মামুন বলেন,”বর্তমান আধুনিক বিশ্বে বাংলার পাশাপাশি ইংরেজি এবং আরবি ভাষা শেখার গুরুত্ব অপরিসীম। হ্যাভেন্স ড্রিম স্কুল এন্ড কলেজ বাংলা, ইংরেজির পাশাপাশি আরবি ও ইসলামী শিক্ষায় শিক্ষিত করে একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাবে।