মহসিন রেজা নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর হাঁসাইগাড়ী ইউনিয়নে জমি নিয়ে মারপিটের ঘটনায় ৬ জনের নামে থানায় অভিযোগ।
নওগাঁর হাঁসাইগাড়ী ইউনিয়নে জমি নিয়ে মারপিটের ঘটনায় মহিলাসহ ৫ জনের নাম উল্লেখ করে নওগাঁ সদর মডেল থানায় একটি অভিযোগ হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, নওগাঁ সদর থানার হাসাইগাড়ী ইউনিয়নের মৃত মিরাজ মল্লিকের ছেলে বাদী হয়ে একই গ্রামের ১. রুপচান সরদারের ছেলে সালাম (৩৫), ২, ইজন আলীর ছলে রুপচান ( ৫৮),৩,কহিনুর বিবি ( ৩৩)স্বামী আঃ সালাম ৪.ছাহেরা(৫৫)স্বামী কায়েম মোল্লিক সর্ব সাং কাটখইর অজ্ঞাতনামা ২/৩জনের বিরুদ্ধে গত ০৭/০৬ /২৪ রোজ নওগাঁ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
বাদি অভিযোগ উল্লেখ করেছেন, দীর্ঘদিন যাবৎ আসামিদের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।তারই ধারাবাহিকতায়, গত ৫জুন বেলা আনুমানিক সকাল সাড়ে ৮টার টার দিকে তাদের বসতবাড়ির উঠানে সকল আসামিরা পূর্ব শত্রুতা জের ধরে দেশীয় অস্র হাসুয়া, রড,রামদা,শাবল ইত্যাদি দিয়ে রুপচান সরদারের হুকুমে আঃ সালাম, বাদী আঃ মান্নাকে প্রথমে নানা অকথ্য ভাষায় গালি গালিগালাজ করে এসময় তার মা নিষেধ করলে তার মা মাজেদা কে আঃ সালাম ধারালো হাসুয়া দ্বারা মাজেদার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে।এছাড়াও অন্যান্য আসামিরা আঃ মান্নান কে হত্যার উদ্দেশ্যে লোহার রড় লাঠি দ্বারা মারপিট করে এবং শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফোলা জখম করে। এক পর্যায়ে আঃ মান্নান এর ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে আঃ মান্নান সহ পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তখন এলাকাবাসীর সহযোগিতায় মাজেদা কে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসা নেন ।
সদর থানার অফিসার ইনচার্জ্ব জানান, অভিযোগের সত্যতা স্বীকার করে এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।পরবর্তীতে কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে বিষয়ে ব্যাবস্তা নিবেন।