হাঁস পালনে স্বাবলম্বী হচ্ছেন নওগাঁর মান্দা উপজেলার খামারিরা।সরেজিমিনে মান্দা উপজেলার নুরুল্যাবাদ, পরানপুর, গোয়াল মান্দা সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কেউ নিজের খামারে হাঁস কে খাবার দিচ্ছে কেউ বা হাঁস নিয়ে নদীতে ও খালে ব্যস্তসময় পার করছে। মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের নুরুল্যাবাদ এলাকার অনেক খামারি বর্তমানে তিনি হাঁসের খামার করে স্বাবলম্বী হয়েছেন তার সংসারে এনেছেন স্বচ্ছলতা। মুক্তি পেয়েছেন আর্থিক দৈন্যতা থেকেও। কঠোর পরিশ্রম আর অভিজ্ঞতার ফলে যে কোনো কাজে যে কেউ স্বাবলম্বী হতে পারেন বলে প্রমাণ করেছেন । খামারি রা জানান, প্রথমে তারা হাঁসের বাচ্চা নিয়ে খামার শুরু করে সেখানে ক্ষতির সম্মুখীন হয় কিন্তু বর্তমানে ডিমের হাস দিয়ে খামার করে বর্তমানে সে লাভবান। কথা হয় আরেক জন খামারিরা সাথে তিনি জানান,চার পাঁচ বছরে থেকে হাঁসের খামারের সাথে জড়িত তার খামারে ডিম দেওয়ার হাঁস পালন করত সেখানে লাভ হয়েছে বর্তমানে তিনি এখন মাংসের জন্য হাঁস পালন করছে এতেও মটামুটি লাভ হবে বলে আশা করছেন। তারা সরকারের প্রানী সম্পদ অধীদপ্তরের সকল সেবা যেন পায় এ প্রত্যাশা করেন।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ নুরুজ্জামান হোসেন বলেন,মান্দায় নিবন্ধিত হাঁসের খামার রয়েছে নয়টি ও অনিবন্ধিত খামার রয়েছে ৯৬ টি মোট হাঁসের সংখ্যা ১,২৬,১২২ টি হাঁসের বিভিন্নটিকা,চিকিৎসা,ও পরামর্শ দিয়ে থাকি।