কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি,
ইতিহাসের স্মরনাতীত কালের জমকালো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ আওয়ামী যুব লীগের একান্ন তম প্রতিষ্ঠা বাষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার(এগারো নভেম্বর)সকালে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা এবং সাংগঠনিক পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ও যুব লীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন শেষে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে প্রতিষ্ঠা বাষিকীর বর্নাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিন শেষে দলীয় কার্য়ালয়ে কেক কেটে ও উপজেলা পরিষদ চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নওগাঁ- ছয় -(আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। উপজেলা চত্বরের যুব সমাবেশে উপজেলা যুব লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ- ছয় -(আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আলহজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত বীর মুক্তি যোদ্ধা নীরেন্দ্র নাথ দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের নবাগত সদস্য সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, মোঃসুলতান মাহমুদ,,উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,যুব লীগ সাধারণ সম্পাদক মোঃ রাফিউল ইসলাম,উপজেলা ছাত্র লীগ সভাপতি মাহদী মসনদ স্বরুপ, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন প্রমূখ।প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানেবিভিন্ন ইউনিয়নের যুব লীগ সভাপতি/ সাধারণ সম্পাদক ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের হাজার হাজার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।