Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
নওগাঁর মান্দায় অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জ্ঞাপন নওগাঁর মান্দায় অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জ্ঞাপন – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

নওগাঁর মান্দায় অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জ্ঞাপন

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

নওগাঁর মান্দায় অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জ্ঞাপন 

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি

আজ ২০শে মার্চ নওগাঁর মান্দায় মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান বিষ্ণুপুর ইউনিয়নের চকশৈল্যা বাজার সংলগ্ন এলাকার ,মোঃ মমতাজ আলী কবিরাজ এবং গোলাম মোস্তফা কবিরাজ । গত ১৩ মার্চ ২০২৪ ( বুধবার ) বিষ্ণুপুর ইউনিয়নের চকশৈল্যা বাজার সংলগ্ন এলাকায় দৈনিক দিগন্তের বাংলাদেশ নামক অনলাইন নিউজ পোর্টালে এবং দৈনিক বর্তমান সময় নিউজ পোর্টালে জোরপূর্বক জমি দখলের অভিযোগ এনে যে অনলাইন গণমাধ্যমের সংবাদ প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করেন তারা । এসময় গোলাম মোস্তফা কবিরাজ বলেন বলেন প্রকাশিত সংবাদ থেকে আমরা জানতে পারি বাদি মৃত সমসের আলী মাঝির ছেলে ছাত্তার মাঝি নিউজে প্রকাশ করেন বিষ্ণুপুর মৌজার জেএলং ২৭২খতিয়ান ৩৮৩দাগের ১৮.২৫ শতক জমি দীর্ঘ দিন ধরে কবলা মূলে ভোগ দখল করে আসছিল । উক্ত কবলা কৃত সম্পতিতে ১নং ও৫ নং বিবাদীর পিতা মোকছেদ কবিরাজ প্রকৃত মালিক১২ শতাংশ হলেও কৌশলে সরকারী একওয়ার ভুক্ত জমি ৬,২৫ শতাংশ জমি সহ মোট ১৮,২৫ শতাংশ জমি বিক্রয় করে সরকারি একওয়ার ভুক্ত জমি বাদ দিলে বিবাদীর কাছ থেকে আমি আরো ৬,২৫ শতাংশ জমি পাওনা আছি বলে উল্লেখ করেন এবং দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি, লোহার রড নিয়ে জোরপূর্বক কয়েকটা গাছ কেটে ফেলে এতে আমার প্রায় ৩০,০০০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। আমরা বাধা দিতে গেলে প্রতিপক্ষরা আমাদের প্রাণনাশের হুমকি-ধামকি দেয় বলে উল্লেখ করে যে সংবাদ প্রকাশ করেছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন উদ্দেশ্য প্রণীত এবং আমাদের সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড করেছেন । মনগড়া ও বিভ্রান্তকর তথ্য দিয়ে সংবাদ প্রচার ও প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ,মোঃ মমতাজ আলী কবিরাজ এবং গোলাম মোস্তফা কবিরাজ । তারা আরো বলেন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ প্রিন্ট করে লিফলেটের মতো জনে জনে বিতরণ করে যাচ্ছেআমাদের সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য । আমরা উক্ত সংবাদগুলির তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর