মহসিন রেজা নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দায় প্রতিবছর মাঘ মাসের পহেলা সোমবার মেলা বসে বিষ্ণুপুর ইউনিয়নে চকশোলা বাজারে। এবারও বসেছিল শত বছরের ঐতিহ্যবাহী এই মাঘের মেলা। সব শ্রেণি-পেশা ও দূরদূরান্ত থেকে আসা মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।মেলায় মেতে ওঠে বিষ্ণুপুর ইউনিয়ন ১১ নম্বর কালিকাপুর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার শিশুরা। বড়দের মাঝেও উৎসবের আমেজ ছিল। এক দিনের মেলা হলেও পুরো এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয় বলে জানিয়েছেন চকশোলা বাজারের ইজারাদার জালাল উদ্দিন প্রামানিক ।তিনি বলেন, শতাধিক পণ্যের দোকান বসেছিল। এর মধ্যে ছিল নানা রকমের মাটি, প্লাস্টিক, কাঠের খেলনাসহ রংবেরঙের বেলুনের দোকান। এ ছাড়া ছিল কাচের চুড়িসহ গহনা, প্রসাধনী, মোয়া, জিলাপি, রসগোল্লা, গজাসহ নানা রকমের মিষ্টির দোকান।জালাল উদ্দিন প্রামানিক , এখানে সাধারণত এলাকার ব্যবসায়ীরাই দোকান সাজিয়ে বসেন। যে কারণে তাঁদের কাছ থেকে ইজারা বাবদ বেশি টাকা নেওয়া যায় না। শ্রেণি অনুযায়ী প্রতিটি দোকান থেকে ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত আদায় করা হয়ে থাকে। মেলায় ব্যবসায়ীরা আনুমানিক ১০ হাজার থেকে ২০০০০ পর্যন্ত পণ্য বিক্রি করেছেন।