নওগাঁর মান্দায় বিএনপি’র ইফতার দোয়া ও মাহফিল অনুষ্ঠিত
মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি
পবিত্র মাহে রমযান উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলা বিএনপি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তির জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ আলোচনা সভাও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা বিএনপি’র আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী । প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নওগাঁ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপি’র সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ । অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন মান্দা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জ্বল হোসেন টুকু, মোজাম্মেল হক মুকুল, আহ্বায়ক কমিটির সদস্য মনোজিৎ কুমার সহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ । দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা, মরহুম সাবেক এমপি সামসুল আলম প্রামাণিকের আত্মার মাগফিরাত কামনা ও হৃদরোগে আক্রান্ত উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু’র দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয় । অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ ডাঃ ইকরামুল বারী টিপু’র বাসভবনে গিয়ে সাক্ষাত করেন এবং তাঁর স্বাস্থ্যের খবরাদি জানেন ।