“চির উন্নত মম শির”
আজ ২১/১১/২০২৩ বেলা ১১ টায় মান্দা উপজেলা কার্যালয়ে
ডিফেন্স এক্স সোলজারস্ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ডেসওয়া) ট্রাষ্টের আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়।
ডেসওয়া ট্রাষ্টের সাধারণ সম্পাদক মোঃ আয়েন উদ্দিন এর সঞ্চালনায় ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সে যুক্ত ছিলেন সাবেক বস্ত্র ও পার্ট মন্ত্রী বর্তমান এমপি মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ বেদারুল ইসলাম অধ্যক্ষ মান্দা মমিন সাহানা সরকারি ডিগ্রী কলেজ, মোঃ শরিফুল ইসলাম প্রচার সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ মান্দা উপজেলা শাখা, বীর মুক্তিযোদ্ধা খোদা বক্স প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা সবাইকে একযোগে কাজ করা সহ একে অন্যের সহায়ক হয়ে অবসরপ্রাপ্ত সৈনিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন এবং ইতিমধ্যে যে সকল সৈনিক দেশের সার্বভৌম রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।