ব্রাইট ফিউচার কোচিং সেন্টারের টিউটোরিয়াল পরিক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ।
এম,মাহমুদুল হাসান নিপুন, নিজস্ব প্রতিবেদক
ব্রাইট ফিউচার কোচিং সেন্টারের টিউটোরিয়াল পরিক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, ৮ এপ্রিল (সোমবার) সকাল ৯.৩০ মিনিটে নড়াইলের ১২নং বিছালী ইউনিয়নের মির্জাপুর প্রামে ব্রাইট ফিউচার কোচিং সেন্টারে এ আয়োজন করা হয় । এসময় টিউটোরিয়াল পরিক্ষার পরিক্ষার ফলাফল প্রকাশ ও মেধা তালিকার ভিত্তিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের পরিচালক এস,কে অপু। এ সময় এস,কে অপু শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আজ এ ফলাফলে যারা খুশি হতে পারোনি তাদের মন খারাপ করার কিছু নেই। আজ সফল হতে পারি নাই তো কি হয়েছে আগামী কাল অবশ্যই সফল হবো,এ মনোভাব ও আত্মবিশ্বাস রেখে পরিশ্রম করলেই সফলতা নিশ্চিত। তিনি আরো বলেন,কখনো হতাশ হবে না, মনে রাখবা আঁধার কেটে গেলে আলো আসবেই,ব্যর্থতার পরেই রয়েছে সফলতা। আজ যারা ভালো ফলাফল করতে পারোনি নিজেরা খুঁজে বের করো কুথায় তুমার ঘাটতি রয়ছে,খুঁজে বের করো কুথায় তুমার দুর্বলতা,এগুলো বের করে কঠিন অধ্যবসায় করলেই ইনশাল্লাহ মিলবে নিশ্চত সফলতা । এস,কে অপুর পরিচালনায় ব্রাইট ফিউচার কোচিং সেন্টারটি সুদক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠ দান, উন্নত সুশিক্ষা ১০০% পাশের সফলতা ও মানুষ গড়ার কারিগর হিসেবে শীর্ষে রয়েছে।