নড়াইলের মির্জাপুরে ৫ দিন ব্যাপি ১৯ তম তাফসিরুল কোরআন মাহ্ফিল শুরু।
এম,মাহমুদুল হাসান(নিপুন)নড়াইলঃ-
নড়াইলের ১২ নং বিছালী ইউনিয়নের ঐতিহ্যবাহি মির্জাপুর গ্রামের,কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে ১৯ তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহ্ফিল শুরু হয়েছে। মির্জাপুর বাজার বনিক সমিতি ও এলাকা বাসির উদ্যোগে ৮ ফেব্রয়ারী থেকে শুরু হওয়া ৫ দিন ব্যপি এ তাফসিরুল কোরআন মাহ্ফিল ১২ তারিখ আখেরি মোনাজাত এর মধ্যে দিয়ে শেষ হবে। দীর্ঘ ১৯ বছর ধরে নড়াইলের মির্জাপুর গ্রামে ধারাবাহিক ভাবে ঐতিহ্যর সাথে এ তাফসিরুল কোরআন মাহফিল পালিত হয়ে আসছে।
প্রতি বছর এ মাহ্ফিলকে ঘিরে লাখো মানুষের ঢল নামে। এ সময় এ স্হানটি পরিনত হয় মুসলিম উম্মাদের এক বিশাল মিলন মেলায়।
প্রথম রজনীতে তাফসির পেশ করেন হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ,ইমাম ও খতিব আড়ংঘাটা কেন্দ্রীয় জামে মসজিদ খুলনা।