Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
নড়াইলে ভয়াবহ দুর্ঘটনায় নিহত১(এক)গুরুতর আহত পৌর মেয়রসহ ৩ নড়াইলে ভয়াবহ দুর্ঘটনায় নিহত১(এক)গুরুতর আহত পৌর মেয়রসহ ৩ – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

নড়াইলে ভয়াবহ দুর্ঘটনায় নিহত১(এক)গুরুতর আহত পৌর মেয়রসহ ৩

এম,মাহমুদুল হাসান নিপুন
  • আপডেট সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৭৯ বার পঠিত

নড়াইলে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১(এক)গুরুতর আহত পৌর মেয়রসহ-৩

এম,মাহমুদুল হাসান (নিপুন)

নড়াইলে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরার ড্রাইভার সুজন কর্মকার নিহত এবং মেয়রসহ ৩জন আহত হয়েছেন।৫ নভেম্বর(রোববার) দুপুরে নড়াইল পৌর এলাকার ভওয়াখালী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।নিহত সুজন (৩৮) শহরের মহিষখোলা এলাকার নিরাপদ কর্মকারের ছেলে।গাড়ীতে থাকা আহত অন্যরা হলেন কাউন্সিলর ইপি রাণী বিশ্বাস,নড়াইল পৌর যুবলীগের সহ-সভাপতি যুবলীগ নেতা মেশকাতুল ওয়ায়েজিন লিটু এবং নড়াইল পৌরসভার একাউন্টেন্ট সাইফুজ্জামান লিন্টু।বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান।

আহত সাইফুজ্জামান লিন্টু জানান,দুপুর দেড়টার দিকে নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা গাড়ীতে ৫নং ওয়ার্ডের বাহিরডাঙ্গায় সুইপার কলোনির জায়গা পরিদর্শন শেষে পৌরসভায় ফিরছিলেন। ভওয়াখালী এলাকার লাবু বিশ্বাসের বাড়ীর পাশে মোড়ে এলে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ীর দেয়ালে সজোরে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মেয়রের ড্রাইভার সুজনকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশক্কা থাকায় মেয়র আঞ্জুমান আরাকে উন্নত চিকিৎসার জন্য যশোর কুইন্স হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া অপর ২ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মেয়র আঞ্জুমান আরার এ দূর্ঘটনার সংবাদ পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী,মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মেয়ের কে দেখতে হাসপাতালে ছুটে আসেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর