এম,মাহমুদুল হাসান নিপুন, নিজস্ব প্রতিবেদক নড়াইল
নড়াইলের ১২ নং বিছালী ইউনিয়নের মির্জাপুর গ্রামে ৮ই, জানুয়ারী থেকে শুরু হওয়া ৫ দিন ব্যাপি ১৯ তম তাফসিরুল কোরআন মাহফিল ১২ই,জানুয়ারী রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। ধারাবাহিক ভাবে ১৯ বছর ধরে এ তাফসিরুল কোরআন মাহফিল মির্জাপুর বাজার বণিক সমিতি ও এলাকা বাসির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে আসছে। আখেরি মোনাজাত করেন,আলহাজ্ব হজরত মাওলানা তাজুল ইসলাম, খতিব,মসজিদে নূর, ইসলামবাগ,লালবাগ,ঢাকা। এসময় ধর্মপ্রান মুসলিম উম্মারা অশ্রু সিক্ত নয়নে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়,ইহকাল ও পরকালের সুখ লাভের জন্য হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করেন। মাহফিলে বিশেষ আকর্ষণ হিসেবে ছিলো শিশু কিশোরদের কোরআন তেলায়ত, হামদ ও নাথ প্রতিযোগীতা।লাখো লাখো মানুষের উপস্থিতে মির্জাপুর ঈদগাহ ময়দান যেন এক জান্নাতের বাগানে পরিনত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা ফারুক হোসেন।
এছাড়াও মাহফিলে উপস্থিতি ছিলেন ১২ নং বিছালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম আনিসুল ইসলাম। এসময় এস এম আনিসুল ইসলাম মাহফিলের উন্নায়ন কাজে ১০,০০০(দশ হাজার টাকা) প্রদান করেন।
মাহফিলের সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন মির্জাপুর ক্যাম্পের পুলিশ প্রসাশন।