এম,মাহমুদুল হাসান (নিপুন), নিজস্ব প্রতিবেদক
১২নং বিছালী ইউনিয়নের মির্জাপুরে,মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে,মির্জাপুর প্রথিকৃৎ সংসদ এর আয়োজনে,৩ দিন ব্যাপি ৪৩ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্ভোদন করা হয়।
২২শে ফেব্রয়ারী বিকাল ৪ টায়, বেলুন,ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে,আনুষ্ঠানিক উদ্ভোদন করেন,মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী(জেলা প্রশাসক) নড়াইল।
বিগত ৪৩ বছর ধরে ধারাবাহিক ভাবে এ আয়োজন করে আসছে মির্জাপুর পথিকৃৎ সংসদ। ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা নিয়ে এ আয়োজন করা হয়। প্রতি বছরই ঢাকা, খুলনা,যশোর, নড়াইল ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তারকা এ্যথেলেটিকদের অংশ গ্রহনে মুখরিত হয়ে ওঠে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের,প্রধান অতিথিঃ- হিসেবে উপস্থিত ছিলেন,মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী(জেলা প্রশাসক) নড়াইল।
বিশেষ অতিথিঃ জনাব মোঃ ইন্জিনিয়ার আবু নাসির(বিশিষ্ট ব্যাবসায়ি),উপস্থিত ছিলেন এস এম আনিসুল ইসলাম (সাবেক চেয়ারম্যান ১২ নং বিছালী ইউনিয়ন পরিষদ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,জনাব আখতার হোসেন কিংকু (সহকারী অধ্যাপক) মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজ নড়াইল,আবু বক্কর সিদ্দিক(প্রধান শিক্ষক)মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়,উপস্থিত ছিলেন,জনাব,খুন্দকার মাকদুম বিল্লাহ,(আহব্বায়ক,সেচ্ছা সেবক লীগ) ১২ নং বিছালী ইউনিয়ন,মহিতুল আজাদ (ছোট বাবু) সভাপতি মির্জাপুর পথিকৃৎ সংসদ।
আরো উপস্থিত ছিলেন,শেখ বিল্লাল হোসেন, (মির্জাপুর ক্যাবল নেটওয়ার্ক এর কর্ণধর) কাজী রিপন,শেখ আজিম (সাবেক ইউ পি,সদস্য) ১২ নং বিছালী ইউনিয়ন পরিষদ,হাদিউজ্জামান ভুট্টো,হাদিউজ্জামান(সুজন)শেখ আরশিদ হোসেন প্রমুখ। ২৪শে ফেব্রুয়ারী পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ আয়োজনের স্বমাপ্তি ঘোষণা করা হবে।