নড়াইল -১ আসনে বি এম কবিরুল হক মুক্তি ও নড়াইল -২ আসনে মনোনয়ন পেলেন মাশরাফী বিন মোর্ওজা।
এম,মাহমুদুল হাসান(নিপুন)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিএম কবিরুল হক মুক্তি এবং নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী হয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪ টায় রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন।
এদিকে,সন্ধায় নড়াইলের ১২নং বিছালী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মির্জাপুর বাজারে বিছালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম আনিসুল ইসলাম আওয়ামী লীগ,যুবলীগ,ছাএলীগ কৃষকলীগসহ সকল নেতা কর্মি নিয়ে আতশবাজি ফুটিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। এসময় লোহাগড়ায় ও একই চিত্র দেখা যায়।
এর আগে,আজ দুপুর থেকেই মাশরাফি বিন মুর্তজার নড়াইল বাসভবনের সামনে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জেলার ১ ও ২ আসনে মনোনয়ন ঘোষণার পরপরই আনন্দ মিছিল ও মিষ্টি বিতারণ করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।