Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
নবাগত পুলিশ সুপারের বরণ ও ঐতিহ্যগত প্রথা অনুযায়ী বিদায়ী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান নবাগত পুলিশ সুপারের বরণ ও ঐতিহ্যগত প্রথা অনুযায়ী বিদায়ী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

নবাগত পুলিশ সুপারের বরণ ও ঐতিহ্যগত প্রথা অনুযায়ী বিদায়ী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

দৈনিক নারী জাগ্রত নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

নবাগত পুলিশ সুপারের বরণ ও ঐতিহ্যগত প্রথা অনুযায়ী বিদায়ী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। 

—–দৈনিক নারী জাগ্রত নিউজ ডেস্ক —–

অদ্য ১৯ নভেম্বর পূর্বাহ্নে
জনাব মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার মহোদয় নড়াইল জেলা পুলিশের নিকট হতে অশ্রুসিক্ত বিদায় গ্রহণ করেন এবং একই সাথে জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়কে নড়াইল জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার হিসেবে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

প্রথমে জেলায় কর্মরত পুলিশ অফিসারবৃন্দ নবনিযুক্ত পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেন। অতঃপর বিদায়ী পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের নড়াইল জেলার পুলিশ সুপার হিসেবে ১বছর ৩ মাস কর্মকালীন সময়ের স্মৃতি বিজড়িত বিভিন্ন ঘটনা, সাহসী পদক্ষেপ, অধস্তন পুলিশ সদস্যদের কল্যাণ, ছুটি, দেশের কল্যাণে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে মনুমেন্ট স্থাপন, লাইব্রেরী তৈরি এবং সর্বোপরি নড়াইল জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন নিয়ে স্মৃতিচারণ করেন। জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যরা স্মৃতিচারণে অংশগ্রহণ করেন। অনেকেই স্মৃতিচারণ করতে যেয়ে কান্নায় ভেঙে পড়েন।

খুলনা রেঞ্জের নড়াইল জেলা দাঙ্গা ও কাইজ্জ্যা প্রবণ হওয়ায় একজন নারী পুলিশ কর্মকর্তা হিসেবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখা কঠিন ছিল। সেই কঠিন কাজটি বিদায়ী পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয় তার মেধা, প্রজ্ঞা, সততা, নিষ্ঠা এবং সাহসিকতার সাথে সুন্দরভাবে সম্পাদন করেছেন। একজন নারী পুলিশ সুপার হিসেবে অন্য যেকোনো সময়ের চেয়ে নড়াইলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রেখেছেন।

পরবর্তীতে পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয় বিদায়ী পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়কে ফুল ও ক্রেস্ট দিয়ে আনুষ্ঠানিক বিদায় জানান।

বিদায়ী পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয় তার বক্তব্যে বলেন, তিনি ২৪ আগস্ট ২০২২খ্রিঃ নড়াইল জেলার ২৯ তম পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। মারামারি, খুনাখুনি ও কাইজ্জ্যা প্রবণ এই নড়াইলে ভালো টিম ওয়ার্কের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে মামলা ডিটেক্টসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন।

দৈনিক নারী জাগ্রত

নবনিযুক্ত পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয় তার বক্তব্যে বলেন, নিজের কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে সকল সহকর্মীদের সাথে নিয়ে পুলিশ লাইন্স, পুলিশ অফিস ও পুলিশ লাইন্স স্কুলের উন্নয়ন সাধনসহ নড়াইল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সাধনে কাজ করে যাবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য সবাইকে আন্তরিক ও পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন।

অতঃপর বিদায়ী পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয় নবনির্মিত শহীদ পুলিশদের স্মরণে তৈরি মনুমেন্টের পাশে একটি পলাশ চারা রোপন করেন। এরপর পুলিশ সুপার মহোদয়কে হাউজ গার্ড দেয়া হয়। পুলিশের ঐতিহ্যগত প্রথা অনুযায়ী পুলিশ সুপারের ব্যবহৃত পাজেরো জিপ গাড়ি পুষ্প সজ্জিত করে অধস্তন পুলিশ সদস্যরা রশি দিয়ে টেনে পুলিশ লাইনসের প্রধান গেইট পর্যন্ত নিয়ে বিদায় জানায়।

এ সময় জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (প্রশাসন ও অর্থ); জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্); জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); নড়াইলসহ জেলা পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্যগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর