Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
নবীগঞ্জের কামারগাঁও ডাকাতি মামলায় গোতগাঁও গ্রামের দুখু মিয়া ওরফে সুমন ডাকাত গ্রেফতার নবীগঞ্জের কামারগাঁও ডাকাতি মামলায় গোতগাঁও গ্রামের দুখু মিয়া ওরফে সুমন ডাকাত গ্রেফতার – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

নবীগঞ্জের কামারগাঁও ডাকাতি মামলায় গোতগাঁও গ্রামের দুখু মিয়া ওরফে সুমন ডাকাত গ্রেফতার

আব্দুল কাইয়ুম, নিজস্ব প্রতিবেদক‍
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৭৪ বার পঠিত

 

আব্দুল কাইয়ুম, নিজস্ব প্রতিবেদক‍ঃ

গত ০৭ জুন শুক্রবার নবীগঞ্জ থানার কামারগাঁও এর চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলার আসামী আন্তঃজেলা ডাকাত দলের সক্রীয় সদস্য দুর্ধর্ষ ডাকাত দুখু মিয়া ওরফে সুমন (৩৫) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গত শনিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে ঘটনার বর্ণনা নিয়ে ও দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। গ্রেফতারকৃত ডাকাত দুখু মিয়া ওরফে সুমন (৩৫) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মোঃ জিগির আলীর পুত্র। জানা যায়, গত ৯ মে রাত আড়াইটার দিকে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামে ইয়াহয়া আহমদ চৌধুরীর বাড়ীতে একদল ডাকাত ঘরের দরজার ছিটকারী ভেঙ্গে ঘরে ঢুকে ডাকাতি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, চর্ট লাইট সহ প্রায় লক্ষ ৯ লক্ষ আশি হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ বিষয়ে নবীগঞ্জ থানায় ডাকাতি মামলা দায়ের করা হলে হবিগঞ্জ পুলিশ সুপার আক্তার হোসেন (বিপিএম-সেবা) এর দিক নির্দেশনায় নবীগঞ্জ থানা পুলিশ ডাকাতদের সনাক্ত এবং গ্রেফতারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রাখে। তথ্য প্রযুক্তির সহায়তায় নবীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলীর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা আইসি আলমগীর কবির, এসআই রাজিব রহমান, এসআই সুমন এস‌আই অনিক এএস‌আই বিজু, কনষ্টেটেবল সুমন কনেষ্টেটেবল জুবায়ের সহ একদল পুলিশ গত ০৭ জুন শুক্রবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার শেরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ডাকাত দুখু মিয়া ওরফে সুমন (৩৫) কে গ্রেপ্তার করেন। এসময় তার দেয়া তথ্যমতে লুণ্ঠিত নগদ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত শাবল ও লোহার পাইপসহ ডাকাতির সরঞ্জাম তার ভাড়া বাসা হতে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সে আন্তঃজেলা ডাকাত দলের সক্রীয় সদস্য। তার বিরুদ্ধে হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে। গত শনিবার হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উক্ত ডাকাতির ঘটনায় বর্ণনা দিয়া এবং ঘটনায় জড়িত ডাকাতদের নাম-ঠিকানা উল্লেখ করে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর