Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
নবীগঞ্জে ইনাতগঞ্জ ইউনিয়নে রমজান পুর গ্রামের হোসেন মিয়ার ছেলে রাইয়ানের জন্মদিন পালন নবীগঞ্জে ইনাতগঞ্জ ইউনিয়নে রমজান পুর গ্রামের হোসেন মিয়ার ছেলে রাইয়ানের জন্মদিন পালন – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

নবীগঞ্জে ইনাতগঞ্জ ইউনিয়নে রমজান পুর গ্রামের হোসেন মিয়ার ছেলে রাইয়ানের জন্মদিন পালন

আব্দুল কাইয়ুম, নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১০৪ বার পঠিত

আব্দুল কাইয়ুম, নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি

আজ ০১ (মার্চ) ২০২৪ ইং রোজঃ শুক্রবার নবীগঞ্জ উপজেলার ৩ নং ইনাতগঞ্জ ইউনিয়ানের ছোট রমজান পুর গ্রামের হোসেন মিয়ার ছেলে রাইয়ান এর তৃতীয় জন্মদিন পালন করেন উক্ত অনুষ্ঠানে আত্মীয়, স্বজন, বন্ধু, বাস্তব, শুভাকাঙ্খী সাবাই রাইয়ান এর জন্মদিন পালন করেন পরিশেষে তাহার জন্য দোয়া ও দীর্ঘ আইয়ু কামনা করেন, ছেলে তৃতীয় জনন্মদিনে পিতা হোসেন মিয়া বলেন।ভালো থেকো সবসময় সকল পদক্ষেপে এগিয়ে যাবে তুমি বাবার মায়ের আদরের নয়ন মণি তুমি, তোমার জীবনে তুমি সফল হবেই হবে। নবীগঞ্জ উপজেলাবাসী সহ দেশ বিদেশি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার ছেলে রাইয়ান-কে সব সময় ভাল রাখেন।গত তিন বছর আগে আজকের এই দিনে আমরা ছোট্ট খোকা এক কাল্লার রোলে হাসি ফুটিয়েছিলে আমাদের মুখে, ভুলিয়ে দিয়েছিলে জগৎতের ভাবনা এক নিদারুণ সুখে, এই সেই দিন, তোমার মা ব্যাথা ভুলেছিল খুশিতে সেই দিন ভালো থেকো সবসময় এই প্রতিযোগিতার আয়োজন মাখা জীবনপথে, সৃষ্টিকর্তার রহমত জুড়ে থাকুক তোমার জীবনের প্রতিটি মুহূর্তে।আজ এই দিনের মানে বলার কোনো ভাষা নেই কোল জুড়ে আলো করে এক ফুটফুটে পুষ্পকলি যেন পেয়েছিলাম এই জগতে, আজ সেই ছোট্ট পুষ্পকনি চলতে চলতে তিন বছর পূর্ণ হয়ে গেলো, জীবনের ছন্দে সে হাসতে শিখলো, সৃষ্টিকর্তা যেন আগলে রাখেন তোমায় সকল বাঁধায় পথ দেখায় অবলীলায়। শুভ জন্মদিন ছোট্ট সোনা রাইয়ান ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর