আব্দুল কাইয়ুম,নিজস্ব প্রতিবেদক,
গতকাল ০৬ জুন শুক্রবার নবীগঞ্জ উপজেলা জিয়া পুর গ্রামে কীটনাশক পান করে পারভিন আক্তার (২৫) নামের এক সন্তানের জননী আত্মহত্যা করেছে বলে জানা যায়, সে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের মৃত আব্দুল জলিলের কন্যা, তার পারিবারিক সূত্রে জানা গেছে- পারভিন আক্তারের বিয়ে হওয়ার পর থেকে স্বামীর বাড়ির পাশের বাড়ির রুবেল মিয়া নামে একটি ছেলের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন, দীর্ঘদিন যাবত স্বামীকে লুকিয়ে রুবেলের সাথে পরকীয়ায় মেলামেশা করে আসছে। গত শুক্রবার বিকেলে প্রতিদিনের মতো স্বামীকে লুকিয়ে রুবেল মিয়ার সাথে ঘুরতে গেলে বিকেলে হঠাৎ স্থানীয় কয়েকজন আলমপুর নামক স্থানে রাস্তার পাশে মেয়েকে বিষপান অবস্থায় দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেন। মেয়ের মা তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় নবীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে থানার এস আই সুমনসহ পুলিশের একটি দল লাশ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী। নবীগঞ্জে জিয়াপুরের পারভীন আক্তার (২৪) নামের এক গৃহবধূ বিষপানে মারা গেছেন। একই উপজেলার ২ নং পূর্ব বড়ভাকৈর ইউনিয়নের বড়ভাকৈর গ্রামের বাসিন্দা বলে হাসপাতাল সুত্রে জানা যায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে সে বিষপান করেন। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নবীগঞ্জ থানা পুলিশকে জানানো হলে থানা পুলিশ লাশটি সুরতহাল রিপোর্ট তৈরি করার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।