দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনের নৌকা মনোনীত প্রার্থী সাবের হোসেন চৌধুরীকে সমর্থন ব্যক্ত করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সোনালী আশ প্রতীকের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী রুবিনা আক্তার রুবী। গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে
তিনি বলেন ৯ আসনের খিলগাঁও সবুজবাগ ও মুগদা এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী সাবের হোসেন চৌধুরীর কোন বিকল্প নেই। তাই সকলের দায়িত্ব তাঁকে সমর্থন করা। নির্বাচন বর্জনকারী দলসমূহের অগ্নি সন্ত্রাস, হরতাল, গুজব ও জ্বালাও পোড়াও এর কারণে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে আশার আগ্রহ হারিয়ে ফেলেছে। তাই নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে এলাকার উন্নয়নের স্বার্থে আমি আমার সকল ভোটার এবং সমর্থকদেরকে অনুরোধ করছি আপনারা সকলে নৌকা প্রতীকের পক্ষে ভোট উৎসব পালন করুন। আমি নিজেও ভোট কেন্দ্রে যাব সারাদিন আপনাদের সাথেই থাকবো। সকলেই ভোট কেন্দ্রে আসুন এবং নৌকার পক্ষে তথা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, ভোট দিন। তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমার প্রতি আপনার যে ভালবাসা আন্তরিকতা দেখিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আজীবন আমি আপনাদের পাশেই থাকবো। তৃণমুল বিএনপির সোনালী আঁশ প্রতীকের কেন্দ্রীয় নেতৃত্বের চরম অযোগ্যতা, অদূরদর্শিতা, চরমব্যর্থতা, লোভ ও অসহযোগিতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।