মোঃ মঞ্জুরুল আহসান মীম , পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের জেমজুট লিমিটেডের কর্মচারীরা বেতন বৃদ্ধির দাবী ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে । রোববার বিকেলে জেমজুট বাজারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় শ্রমিকরা বলেন, আমরা দৈনিক ১৮০/১৯০ টাকা বেতন পাই। এই বেতনে কীভাবে আমাদের সংসার চলবে ? এসময় তারা দৈনিক ৩০০ টাকা বেতনের দাবী জানান। তারা আরো বলেন, সপ্তাহে হঠাৎ করে দু’একদিন মিল বন্ধ থাকে। আমাদের আগে থেকে জানানোও হয়না। আমরা এসে, মিল বন্ধ দেখে ঘুরে যেতে হয়। আমাদের পরিবহন ভাড়া নষ্ট হয়, হয়রানীর শিকার হই। তাই আমরা এর সুষ্ঠু সমাধান ও দৈনিক ৩০০ টাকা বেতন করার দাবী জানাচ্ছি। বিক্ষোভ চলাকালে বিক্ষোভ কারীরা সরকারি রাস্তা অবরোধ করে ও যানযট সৃষ্টি করে। এতে ভোগান্তির সৃষ্টি হয় পথচারীদের, পরিস্থিতি শান্ত করতে সেনাবাহিনী’র বোদা উপজেলা ক্যাম্প কমান্ডার বিক্ষোভ কারীদের সাথে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।ঘটনা স্থলে আরও উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ বোদা থানা।