পটুয়াখালীতে জেলা বিএনপির নেতৃত্বে মহান বিজয় দিবস উদযাপন
বিশেষ প্রতিনিধি- দৈনিক নারী জাগ্রত নিউজ ডেস্কঃ
জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব এর নির্দেশনায় শনিবার ১৬.১২.২০২৩ সকাল ০৮ ঘটিকায় পটুয়াখালী জেলা বিএনপির নেতৃত্বে মহান বিজয় দিবসের র্যালি অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী জেলা আহবায়ক কমিটির সদস্য পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে শহীদ মুক্তি যোদ্ধা স্মৃতি সৌধে পুস্প স্তবক শ্রদ্ধা নিবেদন করেন পটুয়াখালী জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপি সদস্য মোঃ মিজানুর রহমান মিজান, পটুয়াখালী বারের সভাপতি এডভোকেট মোঃ ইউনুস আলী মোল্লা, পটুয়াখালী জেলা যুবদল এর সহ সভাপতি এডভোকেট মোঃ রুহুল আমিন রেজা ও গোলাম রব্বানী, মন্জুর এলাহি শাহীন, মহিলা দলের সভাপতি আফরোজা সীমা, সেচ্ছাসেবক দলের সহ সভাপতি গোলাম মোস্তফা, সুজন আহমেদ, সহ বিএনপির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ। শহীদ মুক্তি যোদ্ধা স্মৃতি সৌধে পুস্প স্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দরা বলেন এই বিজয় মাসে আমাদেরকে স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে হটিয়ে আর একটি বিজয় অর্জন করতেই হবে ইনশাআল্লাহ। শেখ হাসিনার নির্বাচন নির্বাচন খেলা বন্ধ করতে হবে অবৈধ তফসিল বাতিল করতে হবে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও হয়রানি মূলক রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এই দেশের মালিক হলো এই দেশের জনগণ তাই জনগণের মালিকানা ফেরত দিতে হবে, জনগণের ভোট ফেরত দিতে হবে ইনশাআল্লাহ।