আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর চারটি আসনেই পাঁচ জন উপজেলা চেয়ারম্যন নৌকা’র টিকিটের জন্য মনোনয়ন কিনে দলীয় সংসদীয় নির্বাচন বোর্ডে মনোনয়ন দাখিল করেছেন।
পটুয়াখালী-১(সদর-মির্জাগঞ্জ-দুমক) আসনে আওয়ামীলীগের নৌকা’র টিকিট পেতে দলীয় নির্বাচন বোর্ডে মনোনয়ন জমা দিয়েছেন পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার। একই আসনে দলীয় মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন দুমকি উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট হারুন অর রশিদ হাওলাদার। এ ছাড়া পটুয়াখালী-৩ ( গলাচিপা- দশমিনা) আসনে দলীয় মনোনয়ন কিনে দলের নির্বাচনী বোর্ডে দাখিল করেছেন দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সদস্য মো. আব্দুল আজিজ। পটুয়াখালী-২ ( বাউফল) আসনে দলীয় বোর্ডে মনোনয়ন দাখিল করেছেন বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মোতালেব হাওলাদার৷ পটুয়াখালী-৪ ( কলাপাড়া- রাঙ্গাবালী) আসনে মনোনয়ন কিনে নৌকা পতে মনোনয়ন জমা দিয়েছেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি এস এম রাকিবুল আহসান।
আওয়ামীলীগের নৌকা মনোনয়ন প্রত্যাশী পাঁচ উপজেলা চেয়ারম্যান এখন ঢাকায় অবস্থান করছেন। তারা জোর লবিং চালাচ্ছেন বলে তাদের সমর্থক কর্মীরা জানান।