বৃহস্পতিবার বিকেলে পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিববাটী গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুন লাগার পর এলাকাবাসী ও আশাশুনির ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভানো হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে ছাই মাথা গোঁজার ঠাঁই!পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যাওয়ায় এসব পরিবারের সদস্যদের খোলা আকাশের নিচে রাত কাটাতে হবে।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা বলেন, শত্রুতা করে কেউ এমন ঘটনা ঘটাতে পারে। তবে এলাকাবাসীর ধারণা, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
পাইকগাছায় ফায়ার সার্ভিস এখন সময়ের দাবি