Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
প্রশংসায় ভাসছে সহকারী কমিশনার ভূমি তানজিল পারভেজ প্রশংসায় ভাসছে সহকারী কমিশনার ভূমি তানজিল পারভেজ – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

প্রশংসায় ভাসছে সহকারী কমিশনার ভূমি তানজিল পারভেজ

মুকুল হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
  • আপডেট সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

মুকুল হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি তানজিল পারভেজ। তিনি তার অমায়িক ব্যবহার সুন্দর আচরণ ভদ্রতা ও মিষ্টি কথা দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।রায়গঞ্জ উপজেলায় ৯ টি ইউনিয়নের বাইরে অন্য অন্য উপজেলার জনগণও এই মায়াবী চেহারা সদা হাস্যেজ্জল মানুষ কে নিয়ে আলোচনা করে। তাই তো প্রশংসার জোয়ারে ভাসছে সহকারী কমিশনার ভূমি তানজিল পারভেজ। এ যেন মুখে মুখে রটে গেছে।জানা গেছে, উপজেলার সহকারী কমিশনার ভূমি তানজিল পারভেজ ২০২২ সালে যোগদান করেন। আর যোগদান করার পর কিছু দিনের মধ্যেই তার বলিষ্ঠ পদক্ষেপে দমন করে অপরাধ কর্মকান্ড। তিনি পর্যায় ক্রমে ৭২ টি অভিযান চালিয়ে বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট দিয়ে অপরাধীদের অর্থদন্ড করে। আইনত ভাবে নানা ধারা প্রয়োগ করে এর মধ্যে মাদকদ্রব্য (নিয়ন্ত্রণ) আইন ২০১৮, করাত কল লাইসেন্স বিধিমালা ২০১২, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০, সড়ক পরিবহন আইন ২০১৮, শব্দদূশন (নিয়ন্ত্রণ) আইন ২০১৮। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০, বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২, দন্ডবিধি ১৮৬০। তার দেওয়া মোট মামলা ১৩১ মোট কারাদন্ড পাপ্ত আসামির সংখ্যা ৩২ জন মোট মামলা ১৩১ ও জরিমানার মোট পরিমাণ ১৫,৪৮,৮৫০। এছাড়া পরর্বতি সময়ে ওউ অপরাধীরা যেন সেই কৃতকাজ করতে না পারে সে জন্য তৃক্ষ্ম নজর রাখেন।

অন্য দিকে, অসহায় দুস্থ ও অধিকার বঞ্চিত ব্যক্তিদের নামজারি ও মিসকেস বিষয়ে সঠিক কাগজ পত্র দেখে শুনানির মধ্যে দিয়ে খুব দ্রুততার সাথে নিস্পতি করে। ভূমি সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষ তার নিকট হাজির হলে সুন্দর পরার্মশ ও দিক নির্দেশনা প্রদান করেন।

অপরদিকে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন সুন্দর মনের মানুষ এসিল্যান্ড তানজিল পারভেজ। উপজেলার ভূমি অফিসের নাজির কাম — ক্যাশিয়ার নজরুল ইসলাম বলেন আমি বেশ কয়েক বছর ধরে এই অফিসে কাজ করি অনেক এসিল্যান্ড এ অফিসে যোগদান করেছে ও বদলি হয়েছে। কিন্তু এই এসিল্যান্ড স্যার তানজিল পারভেজের মত এত ভালো স্যার আমি দেখি নাই। তিনি অল্প দিনেই পাল্টে দিয়েছে উপজেলার দৃশ্যপট।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর