★দৈনিক নারী জাগ্রত★ নিউজ ডেস্কঃ
বৃহস্পতিবার ০৪ ই এপ্রিল, “বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও সাপ্তাহিক গণবাংলার উদ্যোগে আয়োজিত জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাপ্তাহিক গণবাংলার প্রতিষ্ঠা প্রকাশক ও সম্পাদক, আওয়ামীলীগ নেতা মরহুম এ্যাডভোকেট আতাউর রহমান শামিমের স্মরণে অনুষ্ঠিত স্মরণ সভায় আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র কেন্দ্রীয় কমিটির ঘোষণা দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক পররাষ্ট্র মন্ত্রী জনাব ড. একে আব্দুল মোমেন এমপি । জনাব মোঃ সুমন সরদারকে চেয়ারম্যান ও এম এ বাশারকে মহাসচিব করে ১০১ সদস্য বিশিষ্ট বিএমএসএস’র কমিটি ঘোষণা দেন । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, বিশেষ অতিথি ছিলেন ড. একে আব্দুল মোমেন এমপি । সভায় আলোচনা করেন সহ-সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ, ডাঃ দিলীপ কুমার রায়, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক – মুক্তিযোদ্ধা সংসদ সফিকুল বাহার মজুমদার টিপু, বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, এডভোকেট আতাউর রহমান শামীমের কন্যা ফারদিন রহমান, মো: সুমন সরদার চেয়ারম্যান বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, এম এ বাশার মহাসচিব বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি । সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,ণপ্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক বৃন্দ । সভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক গণবাংলার প্রধান উপদেষ্টা ও আওয়ামীলীগ নেতা এম এ করিম । অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দ প্রয়াত আওয়ামীলীগ নেতা ও সাপ্তাহিক গণবাংলার প্রতিষ্ঠা প্রকাশক ও সম্পাদক এডভোকেট আতাউর রহমান শামীমের কর্মজীবনের বিভিন্ন মানবিক কর্মকান্ডের স্মৃতিচারণ করেন এবং রুহের আত্মার মাগফেরাত করেন। পাশাপাশি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটিকে আরও গতিশীলভাবে কাজ করার জন্য বিশেষ ভাবে আহবান জানান । জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে কমিটির ঘোষণা হওয়ার পরে বিএমএসএস’র চেয়ারম্যান মো: সুমন সরদার ও মহাসচিব এম এ বাশারসহ কেন্দ্রীয় কমিটির নেত্রী বৃন্দ বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হকের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনময় করেন ।