মোঃ মিঠু সরকার, রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার ১নং গোবিন্দপাড়া ইউনিয়নের মোঃ উমর আলী সরকারের তৃতীয় পুত্র সাংবাদিক আবু বকর সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ( ১৪ আগস্ট ২০২৪) বিকেল সাড়ে ৫ ঘটিকার সময় নিজ বাড়িতে হইতে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন যাবত তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আবু বকর সরকারের বাড়ী উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামে। মরহুম আবু বকর সরকারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন হাটগাঙ্গোপাড়া মডেল প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।